রাতে ট্যাক্সি চাপিতে চাহেন? মাধ্যমিকে অঙ্কে নিদেনপক্ষে লেটার না পাইলে ভুলিয়াও সেই দুঃসাহস করিবেন না। এমনিতেই ভাড়ার হিসাব গোলমেলে মিটারে যাহা উঠিবে, তাহার দ্বিগুণের সহিত দুই যোগ করিতে হইবে ইত্যাদি। রাতে আবার তাহার উপর ১৫ শতাংশ। ৭৬ টাকার ১৫ শতাংশ কত, তাহা কষিয়া ৭৬-এর সহিত যোগ করিয়া ভাড়া দিতে এলেম লাগে বইকি। দিনের আলোয় যাঁহারা ট্যাক্সি চাপেন, তাঁহারা যদিও বা এই হিসাব কষিতে পারেন, মধ্যরাত্রের ট্যাক্সিচরদের পক্ষে তাহা নিতান্ত অসম্ভব কাজ। রাত্রি দেড়টায় ট্যাক্সি চাপিবার প্রয়োজন হয় কাহার? সেই অবস্থায় দুইয়ে দুইয়ে বাইশ করা যায় বটে, ট্যাক্সিভাড়ার ১৫ শতাংশ হিসাব করা অসম্ভব। ফলে, রাতবিরেতে ট্যাক্সিচালকের সহিত যাত্রীর প্রবল বচসার সম্ভাবনা বাড়িল। দুর্জনে বলিতেছে, পরিবহণ মন্ত্রী আবগারি শুল্ক বাড়াইয়া দিলেন। আরও একটি প্রশ্ন কোন ভাড়ার উপর এই বাড়তি ১৫ শতাংশ বসিবে? মিটারে যাহা উঠিবে, নাকি ট্যাক্সিচালক যাহা দাবি করিবেন? মন্ত্রী খোলসা করিলেন না। |