উচ্চশিক্ষা প্রশিক্ষণে ভর্তির সুযোগ না -পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ছ’জন সরকারি দন্ত চিকিৎসক। সরকার তাঁদের সরকারি অনুপতিপত্র বা স্পনসরশিপ দিতে চায়নি বলে অভিযোগ। অবশেষে হাইকোর্টের রায়ে ডেন্টাল সার্জারির স্নাতকোত্তর পাঠ্যক্রমের (মাস্টার্স অফ ডেন্টাল সার্জারি বা এমডিএস ) কাউন্সেলিংয়ে তাঁরা বসতে পারবেন বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি গিরীশ গুপ্ত জানিয়েছেন, কোনও অনুমতি পত্র ছাড়াই এঁরা কাউন্সেলিংয়ে বসতে পারবেন ও ভর্তি হতে পারবেন।
পাশাপাশি, হাইকোর্ট রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথীকে আগামী ৩ মে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলেছে। ৪ মে মামলাটির পরবর্তী শুনানি হবে। রাজ্যের নিয়ম অনুযায়ী, সরকারি ডাক্তারেরা স্নাতকোত্তর পাঠ্যক্রমে সরকারের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবেন। এই ছয় চিকিৎসকও সেই মতো অনুমতি পেতে আবেদন করেছিলেন। কিন্তু অনুমতি আসার আগেই তাঁদের লিখিত পরীক্ষার দিন ঠিক হয়ে যায়। তাঁরা লিখিত পরীক্ষায় বসেন। সফল প্রার্থীদের তালিকায় প্রথম দিকে তাঁদের নামও ওঠে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় জানায়, ৩০ এপ্রিল কাউন্সেলিং হবে। সেই সময় সরকারের অনুমতিপত্র নিয়ে হাজির হতে হয়। কিন্তু তা না -পাওয়ায় ভর্তি অনিশ্চিত হয়ে যায়। তারপরেই তাঁরা আদালতের দ্বারস্থ হন।
ওই চিকিৎসকদের আইনজীবী সুজন নায়েক আদালতে বলেন, এঁরা অত্যন্ত ভাল ফল করেছে। এঁরা স্নাতকোত্তরে পড়লে রাজ্য স্বাস্থ্য দফতর উপকৃত হবে। তা ছাড়া, আইনত অনুমতিপত্র তাঁদের প্রাপ্য। আদালত সেই যুক্তি মেনে নেয়। |