শহরের ব্যস্ত রাস্তায় দ্রুতগতির একটি লরির ধাক্কায় দুমড়ে -মুচড়ে গেল ডজনখানেক গাড়ি।
পার্ক সার্কাস সাত মাথার মোড়ের কাছে এ জে সি বসু রোড উড়ালপুলে শনিবার ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, পুরসভার ময়লা ফেলার একটি লরির ধাক্কায় পাঁচটি গাড়ি এবং ছ’টি ট্যাক্সি ক্ষতিগ্রস্ত হয়। তবে, কেউ হতাহত হননি।
পুরসভার ওই লরিটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককেও। ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে ওই এলাকার কয়েকটি রাস্তায় কিছু ক্ষণ যানজট হয়।
পুলিশ জানিয়েছে, বিকেল ৪টে নাগাদ উড়ালপুল থেকে দ্রুতগতিতে পার্ক সার্কাস মোড়ের দিকে নামছিল পুরসভার ওই লরিটি। পার্ক সার্কাস মোড়ের ট্র্যাফিক সিগন্যালে তখন অনেকগুলি গাড়ি সার দিয়ে দাঁড়িয়েছিল। |
উড়ালপুল থেকে নেমে লরিটি সজোরে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ওই গাড়িটি এগিয়ে গিয়ে সামনে দাঁড়ানো অন্য গাড়ি, ট্যাক্সিতে ধাক্কা দেয়। এ ভাবে পর পর এগারোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে দেয়। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, উড়ালপুল থেকে নামার সময় পুরসভার ওই লরিটির গতি অত্যন্ত বেশি ছিল। তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা।
লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি ট্যাক্সির চালক মহম্মদ আসিমুদ্দিন বলেন, “পার্ক সার্কাস সাত মাথার মোড়ে লাল সিগন্যালে দাঁড়িয়েছিলাম। আচমকা আমার ট্যাক্সির পিছনে একটি গাড়ি এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে এগিয়ে অন্য একটা ট্যাক্সিতে ধাক্কা মারল আমার গাড়িটাও।” |