|
|
|
|
|
|
তিনি বলেন
|
চালকদের বিভিন্ন দাবি সরকার বিবেচনা করছে।
কিন্তু পরিষেবার ব্যাপারে ওঁদেরও সচেতন হতে হবে। |
মদন মিত্র |
প্রসঙ্গ ট্যাক্সিভাড়া নিয়ে জট |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ২, ৭, ৮ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল ও শুক্র।
শুভ রং: সাদা, ক্রিম, নীল ও সবুজ।
শুভ রত্ন: মুক্তো, মুনস্টোন ও হিরে।
পুরনো কোনও রোগের প্রকোপ বাড়তে পারে। প্রবীণ ব্যক্তিরা পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে অপ্রিয় সত্য প্রকাশ করে সহকর্মীদের বিরাগভাজন হতে পারেন। তবে, কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। একাধিক উপায়ে আয় বাড়বে, সঞ্চয়ও হবে। ব্যবসায় প্রত্যাশিত সাফল্য। ঋণ নেওয়ার আগে ঠিকঠাক পরিকল্পনা প্রয়োজন। ব্যবসা সূত্রে দূর ভ্রমণের সম্ভাবনা। পুরনো মামলার সন্তোষজনক নিষ্পত্তি হবে। কোনও শুভানুধ্যায়ীর আনুকূল্য লাভ। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
তিনটি হকি ম্যাচ
প্রতিদিন তিনটি ‘শো’। সিনেমা শো নয়, হকি খেলা। শনিবার বেলা ২টা থেকে বি এইচ এর কর্মকর্তারা ক্যালকাটা মাঠে তিনটে হকি ম্যাচের ব্যবস্থা করেছেন। এর দুটো বেটন কাপের ও একটা চূড়ান্ত লীগ চ্যাম্পিয়নশিপের খেলা। সিনেমা হাউসে তিনটি শো দেখার জন্য পৃথক টিকিটের দরকার। কিন্তু এখানে এক টিকিটে তিনটে খেলা। দর্শকদের কাছে এটা সুবর্ণ সুযোগ।
— আনন্দবাজার পত্রিকা, ২৮ এপ্রিল ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|