বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে শিলিগুড়ি ও জলপাইগুড়ি দুই শহরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ এপ্রিল বিকেলে জলপাইগুড়িতে শহরের নৃত্য প্রশিক্ষণ সংস্থাগুলির সদস্য-সদস্যাদের নিয়ে বর্ণাঢ্য মিছিল হবে। সন্ধ্যায় ৬টায় সমাজপাড়ার হেল্থ হোম সংলগ্ন আইএমএ মাঠে মাঠে নৃত্যানুষ্ঠানে অংশ নেবে ২০টি সংস্থা। উদ্যোক্তার তরফে গৌতম গুহ রায় জানান, নাচের নানা ঐতিহ্যমণ্ডিত পোশাকে শিল্পীরা মিছিলে অংশ নেবেন। শিলিগুড়িতে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে এ বছরও দীনবন্ধু মঞ্চে ২৮-৩০ এপ্রিল তিনদিন ধরে নৃত্য উৎসবে প্রায় ৬০টি নৃত্য সংস্থার নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক মণিপুরি নৃত্য শিল্পী বিশ্বাবতীর দেবীর পরিচালনায় মণিপুরি আঙ্গিকে রবীন্দ্র এবং সৃজনশীল নৃত্য কর্মশালাও হবে। এই উৎসবকে বর্ণময় করে তুলতে রবীন্দ্রনাথ থেকে নজরুল, লোকনৃত্য থেকে আধুনিক নৃত্য সবই থাকছে। |
শিলিগুড়ির প্রবীণ নৃত্য গুরু গৌতম সেনগুপ্ত বলেন, ‘‘এই নৃত্য উৎসবের মধ্যে দিয়ে তারা ভাবের আদানপ্রদান করতে পারেন এবং বহুশিল্পী একসঙ্গে নৃত্য পরিবেশন করার সুযোগ পায়।” উদ্যোক্তারা চাইছেন, উত্তরবঙ্গের আনাচেকানাচে ছড়িয়ে থাকা লোকনৃত্যের বিপুল সম্ভার যথাসম্ভব তুলে ধরতে। তাঁরা জানান, প্রায় ৪০ উপজাতির বাস এখানে। ধীমাল, সাঁওতালি।, মেচ, ওঁরাও, মুন্ডা প্রভৃতির উপজাতিগুলির লোকনৃত্যের মধ্যে তুলে ধরে লোকজীবনের প্রতিচ্ছবি। আদিবাসী সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত অশোক রায় জানান, বৃক্ষপূজো, প্রকৃতি পুজো, মুখোশ নাচ, বাঘারুম্বা, দশাই নাচ, করম পুজো, ধিমল নৃত্য প্রভৃতি লোকনৃত্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এর মধ্যে দিয়ে সাধারণ মানুষও তাঁদের দৈনন্দিন কর্মধারা দেখতে পায়। রাষ্ট্রসঙ্ঘের শিক্ষা সংস্কৃতির বিষয়ক সংস্থা ইউনেসকো’র অন্তর্গত ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের ইন্টারন্যাশনাল ডান্স কমিটি ১৯৮২ সাল থেকে ২৯ এপ্রিল সমগ্র বিশ্ব জুড়ে বিশ্ব নৃত্য দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। আধুনিক ব্যালের স্রষ্টা জিন জর্জ নভেরীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই এই দিনটি বেছে নেওয়া হয়। এক জন খ্যাতনামা নৃত্যকুশলীকে নৃত্য দিবসের বার্তা পাঠ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই বার্তার মূল লক্ষ্যই ভাষার মধ্যে দিয়ে সমস্ত রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য বাধা দূর করে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটানো। আন্তর্জাতিক ডান্স কাউন্সিলের (সিআইডি) সভাপতি অধ্যাপক আলকিস, র্যাফটিস ও প্রত্যেকবার বার্তা পাঠান। বিশ্ব নৃত্য দিবসের ৩০তম বর্ষে প্রখ্যাত নৃত্যকুশলী সিডি লার্বি স্যের ক্যোউই বিশ্ব নৃত্য দিবসের বার্তা পাঠ করবেন।
|