সুপ্রিম কোর্টে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন গত কাল। তার পরেও এতটুকু না দমে আজ পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশের প্রধান বিরোধী দল পিএমএল-এন-কে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে দেখুক তারা। পাশাপাশি জানান, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এক মাত্র স্পিকারের। আজ ন্যাশনাল অ্যাসেম্বলিতে গিলানি বলেন, “নিয়ম অনুযায়ী স্পিকার ছাড়া কেউই আমায় সরাতে পারেন না। সংবিধান অনুযায়ী এটা হতেই পারে না।” এর পরে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি যদি বলেন, তা হলে আমি এখনই সরে যাব।” একই সঙ্গে আত্মবিশ্বাসী গিলানি বলেন, “১৮ কোটি মানুষ আমায় নির্বাচন করেছে। এ ভাবে দুম করে কাউকে সরানো যায় নাকি?”
|
কেএফসি-র খাবার থেকে বিষক্রিয়ায় পঙ্গু একটি মেয়ের পরিবারকে ৮০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে ওই সংস্থাকে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার এক আদালত।২০০৫ সালে কেএফসি-র খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মনিকা নামে সাত বছরের একটি মেয়ে। মস্তিষ্কের একটি অংশ বিকল হয়ে তার পক্ষাঘাত হয়। আজ নিউ সাউথ ওয়েল্স সুপ্রিম কোর্টের বিচারপতি ফাস্টফুড সংস্থাটিকে নির্দেশ দেন, মনিকার পরিবারকে এই ক্ষতিপূরণ ও মামলার যাবতীয় খরচ দিতে হবে। তবে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করবে সংস্থাটি। কেএফসি অস্ট্রেলিয়ার প্রধান স্যালি গ্লোভারের দাবি, “মেয়েটির অসুস্থতা দুঃখজনক। কিন্তু এর জন্য আমরা দায়ী নই।”
|
চার জনকে পণবন্দি করে লন্ডনে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি করলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। পুলিশ জানিয়েছে, টটেনহ্যাম কোর্ট রোডের একটি সংস্থার উপরে রাগ ছিল মাইকেল গ্রীনের। যে বাড়িতে ওই সংস্থার অফিস আজ সেখানে ঢুকে পড়েন গ্রীন। তাঁর কাছে বিস্ফোরক ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। চার জনকে পণবন্দি করে ফেলেন তিনি। টটেনহ্যাম কোর্ট রোড ও গুজ স্ট্রিট টিউব স্টেশন বন্ধ করে দেয় পুলিশ। ঘন্টা তিনেকের মধ্যে আত্মসমর্পণ করেন গ্রীন।
|
দু’দশকেরও বেশি সময় পরে আন্তর্জাতিক আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস) বা আইসিজে-র বিচারপতি হিসেবে নির্বাচিত হলেন এক ভারতীয়। ফিলিপিনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ৬৪ বছরের দলবীর ভান্ডারি এই নির্বাচনে জেতেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
|
আদালতের নির্দেশে লাদেনের মৃত্যুর প্রায় ১ বছর পর অবশেষে পাকিস্তান ছেড়ে সৌদি আরব গেলেন তাঁর পরিবারের ১৪ জন। সঙ্গে ছিলেন লাদেনের ইয়েমেনি স্ত্রী আমলের ভাই। তাঁদের আইনজীবী আমির খলিল আজ জানান, বিশেষ বিমানে জেড্ডা যান আল কায়দা প্রধানের তিন স্ত্রী এবং ১১ জন শিশু। |