আমোদপুরে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পরিচালিত লাভপুর বিধানসভাকেন্দ্রিক আন্তঃ বিদ্যালয় স্বামীজি ট্রফি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রাজারামপুর হাইস্কুল। ১৯-২৩ এপ্রিল স্থানীয় ব্লক ময়দানে ওই প্রতিযোগিতা হয়। এলাকার ৮টি স্কুল যোগ দেয়। ফাইনালে কেশাইপুর হাইস্কুলকে ২-১ গোলে হারায় রাজারামপুর। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় রাজারামপুরের তারা হাঁসদা। আয়োজক সংস্থার অন্যতম কর্মকর্তা অসীম রুজ জানান, স্কুলের পড়ুয়াদের ফুটবল খেলায় আগ্রহী করে তোলার লক্ষ্যে এলাকার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
|
জেলা পুলিশ আয়োজিত ত্রিস্তরীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বোলপুর টাউন ক্লাব। জনসংযোগ রক্ষার্থে প্রথমে থানা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপরে মহকুমা পর্যায়েও খেলা হয়। ওই পর্যায়ে উইনার্স এবং রানার্স-সহ অতিরিক্ত দু’টি দলকে নিয়ে ২১ এপ্রিল চূড়ান্ত পর্যায়ের খেলা হয় সিউড়ি পুলিশ লাইন মাঠে। সিউড়ির গোল্ড স্টারকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোলপুর টাউন ক্লাব। জয়সূচক গোলটি করেন সোমেশ সিংহরায়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সিউড়ির বুদি বাগদি। বোলপুরের অধিনায়ক সুকান্ত পোদ্দার নির্বাচিত হন ‘বেস্ট স্কোরার’। হাজির ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, পুলিশ সুপার হৃষিকেশ মিনা, ডিএসপি প্রশান্ত চৌধুরী, রাজ্য ক্রীড়া সংস্থার সম্পাদক কল্যাণ ঘোষাল, প্রাক্তন রঞ্জি ক্রিকেটার প্রবাল ঘোষ, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
নাট্যসংস্থার ক্রিকেটে জয়ী সিউড়ি |
বোলপুরের পাঞ্চজন্য নাট্যসংস্থা পরিচালিত ১৬ দলের দিনরাতের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিউড়ি টাউন ক্রাউন। ২১ এপ্রিল স্থানীয় নিচুপট্টি নীরদবরণী হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতা হয়। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে বোলপুর একাদশ নির্ধারিত ৫ ওভারে ৭ উইকেটে ১৩ রান করে। জবাবে টাউন ক্রাউন কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বোলপুরের কামরুল আলি। সিউড়ির জয়প্রকাশ যাদব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। হাজির ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তৃণমূলের জেসা সভাপতি অনুব্রত মণ্ডল, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক পার্থসারথি কুণ্ডু জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
|
বেবি সুশীলা খেড়িয়া স্মৃতি ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হল পুরুলিয়ায়। রবিবার পুরুলিয়ার একটি ক্যারাটে আকাডেমির পরিচালনায় বিকাশ স্মৃতি ভবনে ওই প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর। প্রতিযোগিতার পাঁচটি বিভাগে যোগ দিয়েছিল জেলার বিভিন্ন স্কুল কলেজের ৮৮জন প্রতিযোগী।
|
বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে ‘অরুণাংশু কুণ্ডু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’। মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। উদ্যোক্তা সংস্থার সহ সভাপতি শ্যামল মিদ্যা জানান, ১৯ এপ্রিল থেকে ম্যাচগুলি শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রত্যেকটি খেলাই বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ মে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হবে।
|
মিলন কালিন্দ ভজহরি স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে আদ্রায়। রবিবার থেকে বিজয় সঙ্ঘ ক্রিকেট কোচিং ক্যাম্পের পরিচালনায় আদ্রার ইঞ্জিনিয়ারিং ক্রিকেট ময়দানে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই টি-২০ টুর্নামেন্টে যোগ দিয়েছেন বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের ১২টি দল। প্রতিদিন দু’টি করে খেলা হচ্ছে। ফাইনাল ম্যাচ হবে ২৯ এপ্রিল।
|
এলাকার মেয়েদের মধ্যে ফুটবল খেলার চর্চা বাড়ানোর লক্ষ্যে আগামী রবিবার বরাবাজার এটিএম গ্রাউন্ডে একদিনের ফুটবল প্রতিযোগিতা হবে। পুরুলিয়ার মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য বরাবাজারের বাসিন্দা স্বপন মাঝি জানান, অন্তত ১০ টি দল খেলতে চেয়ে আবেদন জানিয়েছি।
|
• ময়ূরেশ্বরের লোকপাড়া ধর্মরাজ সঙ্ঘের পরিচালনায় ২৯ এপ্রিল একরাত্রি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে স্থানীয় হাটতলা সংলগ্ন মাঠে।
• ৩০ এপ্রিল ময়ূরেশ্বরের কুষ্টিকুড়ি সরস্বতী সঙ্ঘের উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হবে একরাত্রি ক্রিকেট প্রতিযোগিতা। |