টুকরো খবর
জর্ডনের মাঠে আজ পয়েন্ট পেতে মরিয়া ইস্টবেঙ্গল
জর্ডনের এই মাঠেই ইস্টবেঙ্গল ইতিহাস গড়েছিল চার বছর আগের এপ্রিলে। অ্যালভিটো ডি’কুনহা ও ইকের গোলে জর্ডনের আল উইদাতকে ২-০ হারায়। ওটাই ছিল পশ্চিম এশিয়ায় ভারতীয় ক্লাবের প্রথম জয়। এ বার ট্রেভর মর্গ্যানের লাল হলুদ কি এখানে ইয়েমেনের আল ওরুবাকে হারাতে পারবে বুধবার? ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতার জন্য ফিফা বিদেশি দলকে যেতে দিচ্ছে না। খেলা হচ্ছে নিরপেক্ষ দেশ জর্ডনে। সালগাওকর এ দিন গোয়ায় এ এফ সি কাপে ৩-১ জিতল। তাদেরও প্রতিপক্ষের নাম ছিল আল ওরুবাতবে দলটা ওমানের। এএফসি কাপে খেলতে নামার আগে মর্গ্যান বলেছেন, “আমরা এখনও কোনও পয়েন্ট পাইনি। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। তবু আমরা জয়ের জন্য অল আউট যাব। হোম ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য পয়েন্ট পাইনি। আমাদের টার্গেট পয়েন্ট তোলা।” অধিনায়ক সঞ্জু প্রধান অবশ্য এই ম্যাচ থেকে পেতে চাইছেন বাড়তি আত্মবিশ্বাস। যা কার্যকরী হতে পারে আই লিগের শেষ দু’টি ম্যাচে এবং কলকাতা লিগের শেষ ম্যাচে। তাঁর মন্তব্য, “এই ম্যাচে ভাল খেললে আই লিগ আর কলকাতা লিগে বাকি ম্যাচগুলোতে আরও উৎসাহ নিয়ে খেলতে পারব।” আল ওরুবার কোচ মহম্মদ সালের মুখে আবার ইস্টবেঙ্গলের প্রশংসা। তাঁরা এ এফ সি কাপের পরের পর্বে যেতে মরিয়া। বলেছেন, “আমাদের পক্ষে কঠিন ম্যাচ। কেননা ইস্টবেঙ্গল সংগঠিত ফুটবল খেলে। জিততে গেলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে।” এ দিকে ২ মে ইস্টবেঙ্গল কার্যকরী কমিটির বৈঠক ডেকেছে তিনটি বিষয় নিয়ে। টোলগের জরিমানা। বিশ্রী রেফারিং। এবং আই পি এল ম্যাচ থাকলে ক্লাবের কর্তা-কর্মীদের ইডেনের মুখে আটকে দেওয়া। এ নিয়ে ক্ষুব্ধ কর্তারা বড় সিদ্ধান্ত নিতে পারেন।

অলিম্পিকের টিকিট আটকে রইল সুস্মিতার
প্রথম দফায় অলিম্পিকের টিকিট পাকা করতে পারলেন না বাংলার অ্যাথলিট সুস্মিতা সিংহরায়। তবে পাতিয়ালায় না পারলেও, জুনে হায়দরাবাদ এবং চেক প্রজাতন্ত্রে আরও দু’বার সুযোগ পাবেন সুস্মিতা। মঙ্গলবার ফেডারেশন কাপে হেপ্টাথলনে সোনা জিতলেও অলিম্পিকের জন্য প্রয়োজনীয় পয়েন্ট তুলতে পারলেন না সুস্মিতা। দরকার ছিল ৫৯৪০ পয়েন্ট। কিন্তু এ দিন সব মিলিয়ে ৫৫৫৩ পয়েন্টে আটকে গেলেন তিনি। এ দিন তিনটে ইভেন্টের মধ্যে একটিতে চ্যাম্পিয়ন এবং দু’টিতে রানার্স হয়েছেন সুস্মিতা। কোচ কুন্তল রায় হতাশ গলায় ফোনে বললেন, “যে ইভেন্টগুলোতে সুস্মিতা সবচেয়ে ভাল, সেগুলোতেই পয়েন্ট নষ্ট করল।”

শহরে ফের ফ্লাইং ক্লাব
শহরে আবার ফ্লাইং ক্লাব। ভবানীপুরের এরো স্পোর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সৌজন্যে। সোমবার এক অনুষ্ঠানে সংস্থার লোগো প্রকাশ হয় ফ্লাই টু ফ্রিডম। নর্দার্ন পার্কে এর পরে নানা এরো-মডেল উড়িয়ে দেখান বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন শতাধিক মানুষ। শহরের নতুন ফ্লাইং ক্লাবের কর্তৃপক্ষের আশা, উৎসাহীদের হাতের রিমোটে শীঘ্রই কলকাতার আকাশে নানা এরো মডেল উড়তে দেখা যাবে। সংস্থার কর্তারা চেষ্টায় আছেন, বেহালা ফ্লাইং ক্লাবের প্রায় অব্যবহৃত জায়গায় নিজেদের শিক্ষার্থীদের ট্রেনিং দিতে পারেন।

বায়ার্ন ম্যাচে মোরিনহোর চিন্তা ভাগ্য
মিউনিখে প্রথম পর্বে ১-২ হেরে এলেও আজ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহো একই দলের প্রতি আস্থা রাখছেন। কাকাকে ঘরের মাঠেও রিজার্ভ বেঞ্চেই রাখা হচ্ছে। বরং বায়ার্ন মিউনিখ কোচ জাপ হেইঙ্কেস দল নিয়ে কিছুটা বিভ্রান্ত। রবেনকে প্রথম দলে রাখবেন? আগের ম্যাচের গোলদাতা গোমেজকে রাখবেন, না মুলারকে দিয়ে শুরু করবেন? মোরিনহো অবশ্য দারুণ প্রশংসা করেছেন প্রতিপক্ষের। তিনি চিন্তায় তাঁর ভাগ্য নিয়ে। “সেমিফাইনাল ম্যাচে আমার ভাগ্য ভাল থাকে না। ২০০৫-এ চেলসিতে এমন গোলে হারি, যা গোল ছিল না। ২০০৭-এ চেলসি, গতবার রিয়ালে পেনাল্টিতে হারি সেমিফাইনালে। পেনাল্টি মানেও ভাগ্যের ব্যাপার। আশা করি, এ বার সেটা হবে না।”

পুণের পরের ম্যাচে মাঠে যুবরাজ
পুণে ওয়ারিয়র্সের গ্যালারি-চমক অব্যাহত থাকছে। বেঙ্গালুরুতে এসেছিলেন সানিয়া-শোয়েব জুটি। মঙ্গলবার উপস্থিত ভারতীয় হকি দল। বৃহস্পতিবার পরের ম্যাচে আরও বড় চমক আমদানি করতে চলেছে তারা। কেমোথেরাপি শেষ করে সদ্য দেশে ফেরা যুবরাজ সিংহ উপস্থিত থাকছেন সৌরভদের পরের ম্যাচে। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে আরোগ্য লাভের পথে এখন যুবি। কেমোথেরাপি-উত্তর এটাই হতে চলেছে তাঁর প্রথম ক্রিকেট মাঠে আত্মপ্রকাশ। যদিও ক্রিকেটার হিসেবে নয়, দর্শক হিসেবে। পুণে কর্তারা খুব চেষ্টা করেছিলেন যুবরাজকে পুণের ডাগ-আউটে বসানোর। তাঁদের মনে হয়েছিল, জীবনযুদ্ধে জিতে আসা একজন ডাগ-আউটে থাকলে টিমের জন্যও সেটা খুব অনুপ্রেরণাদায়ক হতে পারত। কিন্তু ভারতীয় বোর্ডের আপত্তিতে সেই উদ্যোগ বাতিল করতে হয়। গত বারের ক্যাপ্টেন যুবরাজ এ বছর পুণের রেজিস্টার্ড প্লেয়ার নন। তাই ডাগ-আউটে তিনি বসতে পারবেন না বলে বোর্ড জানিয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.