টুকরো খবর |
হাসপাতালে অপমৃত্যু রোগীর
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
হাসপাতালের মধ্যেই আত্মহত্যা করলেন এক রোগী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। মৃতের নাম ভাস্কর সিংহ (৪০)। বাড়ি খড়্গপুর শহরের সাঁজোয়ালে। মঙ্গলবার ভোরে হাসপাতালের এক শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পুলিশের ধারণা, অবসাদেই ওই রোগী আত্মহত্যা করেছেন। তিনি মানসিক ভাবে পুরোপুরি সুস্থও ছিলেন না। পুলিশ সূত্রে খবর, পেটে ব্যথা নিয়ে গত শুক্রবার ওই ব্যক্তি মহকুমা হাসপাতালে ভর্তি হন। এর পর থেকে তিনি মেল মেডিক্যাল ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন। তবে এই রোগীর সঙ্গে তাঁর পরিবারের কেউ থাকতেন না। সোমবার রাত দু’টো নাগাদ অন্য এক রোগী হাসপাতালের শৌচাগারে গিয়েই আঁতকে ওঠেন। তিনি দেখেন, শৌচাগারের মধ্যে এক জনের দেহ ঝুলছে। গলায় গামছার ফাঁস। এর পরেই হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোরগোল পড়ে অন্য রোগী ও তাঁদের পরিবারের লোকজনদের মধ্যে। খবর দেওয়া হয়ে পুলিশে। হাসপাতাল সূত্রে খবর, শৌচাগারের মধ্যে থাকা একটি লোহার রোডে গামছা বেঁধেই আত্মহত্যা করেছেন ভাস্কর। মঙ্গলবার ভোরে ওই রোগীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার দেবাশিস পাল বলেন, “শৌচাগারে গিয়ে এক জন আত্মহত্যা করেছেন। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, কী কারণে এই ঘটনা, তা দেখা হচ্ছে।
|
মোহনপুরের সমবায়ে জয় তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
দাঁতনের বিধায়ক সিপিআইয়ের অরুণ মহাপাত্রের গ্রাম পঞ্চায়েত এলাকার সমবায় সমিতির ভোটেও মনোনয়নপত্র জমা দিতে পারল না বামেরা। সোমবার ছিল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের পারোই সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বছর মোট ৯টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল সমর্থকেরা। বামেদের তরফে মনোনয়নপত্র জমা দিতে পারেননি কেউই। ফলে ৯টি আসনেই জিততে চলেছে তৃণমূল। গত বারও সমবায়ের ৬টি আসন ছিল বামেদের দখলে, বাকি তিনটি তৃণমূলের। অরুণবাবুর অভিযোগ, “তৃণমূল আমাদের সম্ভাব্য প্রার্থীদের মারধর ও জরিমানার হুমকি দেওয়ায় নির্বাচনে যাওয়া সম্ভব হয়নি।” যদিও তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ রায় এই অভিযোগ অস্বীকার করে বলেন, “সিপিএম ও সিপিআই আসন ভাগাভাগি নিয়ে গত বারের মতো এ বারও একমত হতে পারেনি। নিশ্চিত হার বুঝে নির্বাচন এড়িয়েছে।”
|
অপমৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
বিষক্রিয়ায় মৃত্যু হল এক বধূর। মঙ্গলবার সকালে মোহনপুরের নয়াগাঁ গ্রামের বধূ মৌমিতা পালকে (২৫) মোহনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই আত্মঘাতী হয়েছেন ওই বধূ। |
|