নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কোটশিলা থানা এলাকার সিমনি গ্রামের কাছে জঙ্গলের রাস্তায় রবিবার বুনো ভালুকের কামড়ে জখম হলেন সুরেশকুমার সোরেন নামে এক যুবক। তাঁকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, শনিবার থেকে অযোধ্যা পাহাড়ের কুদনা ও সংলগ্ন এলাকায় একটি হাতির দল ঢুকে সব্জি খেত নষ্ট করেছে। একই ভাবে দলছুট একটি দাঁতালের হানায় ক্ষতি হয়েছে কোটশিলা থানা এলাকার কয়েকটি গ্রামে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির অদূরে দশমাইলের জঙ্গলে চোরাশিকারিদের গুলিতে জখম হরিণের
চিকিৎসা চলছে শিলিগুড়ির পশু হাসপাতালে। মঙ্গলবার বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
অস্ত্রোপচার করে একটি হরিণের পেট থেকে গুলি বের করল চিকিৎসকেরা মঙ্গলবার সকালেই গুলিবিদ্ধ ওই হরিণটিকে মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন সেবক বাজারের কাছে দশ মাইল থেকে উদ্ধার করেন বন কর্মীরা। তার পেটে গুলিটি আটকে ছিল। বন দফতরের কর্মীরা জখম হরিণটিকে শিলিগুড়ি পশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় দুই ঘন্টা ধরে অপারেশনের করার পর গুলিটি বের করেন চিকিৎসকরা। হরিণটিকে সুকনা বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়েছে। তাকে দু’বোতল স্যালাইন দিতে হয়েছে। প্রাথমিক ভাবে বন দফতরের সন্দেহ, চোরাশিকারিরা ওই হরিণটিকে দেশি বন্দুক দিয়ে গুলি করে মারার চেষ্টা করেছিল। হরিণটি জখম অবস্থায় সেখান থেকে পালায়। সেবক বাজারের কাছে স্থানীয়রা ওই হরিণটিকে কাতরাতে দেখে বন দফতরকে খবর দেয়। বণ্যপ্রাণী বিভাগের সুকনার রেঞ্জার কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, “হরিণের ফুসফুস ঠিক ছিল। সে জন্য তাকে বাঁচানো সম্ভব হয়েছে। বর্তমানে হরিণটি সুস্থ আছে। ওই ঘটনায় কারা যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
|
বর্ষায় একাকী। জার্মানির মিউনিখে। ছবি: এ এফ পি। |
|