টুকরো খবর
ত্রিফলা বাতি বসানোর সিদ্ধান্তে অনড় মেয়র
মাসিক বিদ্যুৎ-বিল বাবদ চার কোটি টাকা অতিরিক্ত গুনতে হলেও কলকাতার পথে ত্রিফলা (ট্রাইড্যান্ট) বাতিস্তম্ভ বসানোর কর্মসূচি থেকে সরছে না কলকাতা পুরসভা। বরং মেয়র শোভন চট্টোপাধ্যায় যত শীঘ্র সম্ভব আলো লাগানোর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন বলে মঙ্গলবার পুর-সূত্রের খবর। এ দিন পুরসভার আলো বিভাগের অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মেয়র। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, কর্মসূচিটি বহাল রাখা হবে। এমনকী একই ধরনের বাতিস্তম্ভের পিছনে বিধাননগর পুরসভার তুলনায় কলকাতা পুরসভা বেশি খরচ করলেও পুর-কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না। এক পুর-কর্তার কথায়, “বকেয়া আলোর বরাত ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আর তা বাতিল করা সম্ভব নয়।” কলকাতার সৌন্দর্যায়নে ৫০ হাজার ট্রাইড্যান্ট আলো লাগানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। ২০ হাজার লাগানো হয়েছে। বাকি ৩০ হাজার বসানো হলে মাসে পুরসভার বিদ্যুৎ বাবদ অতিরিক্ত ১০ কোটি টাকা ব্যয় হবে বলে পুর-সূত্রের ইঙ্গিত। অবশ্য মেয়রের দাবি, “পুরসভা সম্প্রতি কয়েকটি পাম্পিং স্টেশন চালু করেছে। সে কারণেও বিল বাড়তে পারে।” এই দাবি অবশ্য মানতে নারাজ আলো বিভাগের ইঞ্জিনিয়ারদের একাংশ।

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
এক কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার যাদবপুর স্টেশনে রেললাইনের ধারে তাঁকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে বাঙুর হাসপাতালে ভর্তি করে রেলপুলিশ। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশের অনুমান, অন্যমনস্ক হয়ে লাইন পেরোতে গিয়েই ট্রেনের ধাক্কায় পড়ে জ্ঞান হারান তিনি। মৃতের নাম প্রতীক সিকদার (১৮)। বাড়ি যাদবপুর থানা এলাকায়। তিনি আশুতোষ কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। রেলপুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বিকেলে বেরোন প্রতীক। কিছুক্ষণ পরেই তাঁকে উদ্ধার করা হয়। তাঁর মাথায় গুরুতর চোট ছিল। বাঁ হাতের আঙুল ও কনুইয়ের হাড় ভেঙে গিয়েছিল। পুলিশ জানায়, প্রতীকের বাবা কারও বিরুদ্ধে রাত পর্যন্ত অভিযোগ করেননি। সোমবার প্রতীক রেললাইন পেরিয়ে কোথায় যাচ্ছিলেন তাঁর বন্ধুদের থেকে তা জানতে পুলিশকে অনুরোধ করেছেন প্রতীকের বাবা।

মেট্রোর নয়া সিগন্যালে ভোগান্তি চলছেই
নতুন সিগন্যাল ব্যবস্থা চালুর পরে দ্বিতীয় দিনেও দিনভর দফায় দফায় ব্যাহত হল মেট্রো চলাচল। বাতিল হল ১২টি ট্রেন। রবিবার চালুর পরে সোমবার সন্ধ্যায় ওই ‘অত্যাধুনিক’ ব্যবস্থা বিগড়ে যায়। মঙ্গলবার দুপুরেও সিগন্যাল ব্যবস্থার ত্রুটিতে ঘণ্টাখানেক ব্যাহত হয় পরিষেবা। সাড়ে তিনটের পরে অবস্থা স্বাভাবিক হলেও সন্ধ্যার ব্যস্ত সময়ে ময়দানে ও রাত পৌনে আটটা নাগাদ এসপ্ল্যানেডের সিগন্যাল বিকল হয়। মেট্রো সূত্রের খবর, পৌনে তিনটে নাগাদ গিরিশ পার্কের কাছে একটি সিগন্যাল খারাপ হয়ে আটকে যায় মেট্রো। পুরনো ব্যবস্থায় ট্রেন চালাতে হয়। প্রতিটি ট্রেনই গড়ে ১০-১৫ মিনিট দেরিতে চলে। ওই সময়ে প্রতিটি স্টেশনে অসুবিধার জন্য মাইকে দুঃখপ্রকাশ করা হয়। যদিও সন্ধ্যায় মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার (সাধারণ) প্রত্যুষ ঘোষ দাবি করেন, “সিগন্যালিং-এর সমস্যা ছিল বেলার দিকে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৬টা ৫৮ পর্যন্ত একই কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা।” কেন এই নিত্য সমস্যা? প্রত্যুষবাবুর যুক্তি, “কোনও নতুন প্রযুক্তি চালু করতে গেলে গোড়ায় এটা হতেই পারে।”

দু’টি দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) পচাগলা দেহ মিলল। মঙ্গলবার, নিমতায় একটি নির্মীয়মাণ বাড়ি থেকে। পুলিশ জানায়, যুবকের দেহটি দেখেন স্থানীয়েরা। ঘটনাস্থলে যান বেলঘরিয়ার সহকারী পুলিশ কমিশনার (২) মৌমিতা বিশ্বাস। পুলিশের অনুমান, দিন তিনেক আগে শ্বাসরোধ করে ও মাথা থেঁতলে ওই যুবককে খুন করা হয়। এ দিনই দুপুরে জল-পুলিশের কর্মীরা আড়িয়াদহের বাজা সর্বমঙ্গলা ঘাটে একটি মুণ্ডহীন দেহ ভাসতে দেখেন। সেটিকে উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়। গোয়েন্দারা জানান, মৃতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। জলে দেহটি পচে গিয়েছে। পুলিশের অনুমান, দিন কয়েক আগে খুন করে ওই যুবককে জলে ফেলে দেওয়া হয়।

জখম শ্রমিক
ওয়াটগঞ্জ থানা এলাকার ডেন্ট মিশন রোডের একটি বহুতল থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক শ্রমিক। আহত মহম্মদ ইরফান নার্সিংহোমে ভর্তি। পুলিশ জানায়, চারতলা ওই বাড়ির বাইরে ভারা বেঁধে কাজ হচ্ছিল। ইরফান তিন তলায় কাজ করছিলেন। ভারা থেকে পা পিছলে হঠাৎই পড়ে যান তিনি।

রাজ্য যুব কেন্দ্রে বিবেক গ্রন্থাগার
মৌলালিতে রাজ্য যুব কেন্দ্রের গ্রন্থাগারের নাম ফের বদলে যাচ্ছে। ওই গ্রন্থাগারকে স্বামী বিবেকানন্দের নামে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন সরকার। বামফ্রন্টের আমলে সিপিএম নেতা দীনেশ মজুমদারের নামে ওই গ্রন্থাগারকে চিহ্নিত করা হয়েছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.