টুকরো খবর
সিটি ব্যাঙ্কের শাখা বান্দ্রা-কুরলা বাণিজ্য কেন্দ্রে
মুম্বইয়ে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার’-এ প্রধান সংস্থা হিসেবে দফতর খুলতে ২.৯৭ লক্ষ বর্গ ফুট জায়গা নিল সিটি ব্যাঙ্ক। এ নিয়ে মঙ্গলবারই চুক্তি করেছে তারা। বিভিন্ন আর্থিক সংস্থার জন্য তৈরি ওই বাণিজ্যিক কেন্দ্রে ছ’টি তলা জুড়ে প্রায় তিন লক্ষ বর্গ ফুট জায়গা নিতে ৯৮৬ কোটি টাকা উপুড় করেছে ওই মার্কিন বহুজাতিক ব্যাঙ্কটি। যা অফিসের জন্য জায়গা নেওয়ার ক্ষেত্রে এ দেশে অন্যতম বড় আর্থিক লেনদেন। চ্যাটার্জি গোষ্ঠী সূত্রে খবর, ১৪ তলার ওই বাণিজ্যিক ভবনে অফিসের জন্য মোট জায়গার পরিমাণ ৬.৫৭ লক্ষ বর্গ ফুট। দু’টি বেসমেন্টে রাখা যাবে ৫৫০টি গাড়ি। অফিসবাড়িটি গড়তে বিনিয়োগ করেছে স্টারউড ক্যাপিটাল গোষ্ঠী, ইন্ডিয়া প্রপার্টি ফান্ড (যার উদ্যোক্তা চ্যাটার্জি গোষ্ঠী ও ভর্নাডো রিয়্যালটি ট্রাস্ট) এবং আর্বান ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেট ফান্ড। নক্শার দায়িত্বে ছিল মার্কিন সংস্থা কন পেডারসেন ফক্স। ওয়াশিংটনে বিশ্ব -ব্যাঙ্কের সদর দফতর, হংকংয়ে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, সাংহাইয়ের বিশ্ব আর্থিক কেন্দ্র-সহ স্থাপত্যশৈলীর বেশ কিছু অনন্য নমুনা রয়েছে যাদের ঝুলিতে।

বিদ্যুৎ শিল্পে কয়লা দিতে সমস্যা নেই কোল ইন্ডিয়ার
উৎপাদন ও চাহিদায় ফারাক থাকলেও চলতি বছরে নয়া বিদ্যুৎ সংস্থাগুলিকে কয়লা জোগাতে অসুবিধা হবে না কোল ইন্ডিয়ার। মঙ্গলবার এই দাবি করেছেন সংস্থার নতুন চেয়ারম্যান এস নরসিংহ রাও। কেন্দ্রের নির্দেশ মেনে নয়া বিদ্যুৎ সংস্থাগুলির জন্য অতিরিক্ত ৫ কোটি টন কয়লা প্রয়োজন সংস্থার। এ দিকে চলতি আর্থিক বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৬.৮৭ কোটি টন। যা গত বছরের থেকে ২.৯ কোটি টন বেশি। অর্থাৎ চাহিদা এবং উৎপাদনে ফারাক থাকছে। তবে এর জন্য অন্তত চলতি আর্থিক বছরে তাঁদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন রাও। কারণ হিসেবে তিনি বলেন, “বিভিন্ন খনির মুখে গত বছরে তোলা প্রায় ৭ কোটি ২০ লক্ষ টন কয়লা এখনও মজুত রয়েছে।” এই দিনই কোল ইন্ডিয়া উৎপাদনের পরিমাণ-সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তি করেছে। জোগানের লক্ষ্যমাত্রা পূরণের জন্য রেলের ওয়াগন পাওয়ার উপর বিশেষ জোর দিয়েছে সংস্থা। ২০১২-’১৩ সালে দিনে গড়ে ১৯৩.৩টি করে রেক চেয়েছে কোল ইন্ডিয়া।

এসবিআই সুদ কমাবে ছোট সংস্থার ঋণে
ছোট ও মাঝারি সংস্থাকে দেওয়া ঋণে সুদ কমাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সুদ ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হতে পারে বলে জানান চেয়ারম্যান প্রতীপ চৌধুরী। বর্তমানে এই ঋণে সুদের হার ১২.৫% থেকে ১৭%। সোমবারই স্টেট ব্যাঙ্ক আমানতে সুদ কমানোর কথা ঘোষণা করেছে। গাড়িঋণে সুদও ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১১.২৫% করেছে তারা। তবে সংশোধিত হারের সুবিধা পাবেন নতুন ঋণ গ্রহীতারাই।

টুজি নিলাম নিয়ে সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট
টুজি স্পেকট্রাম বন্টনের জন্য নিলাম করতে কেন্দ্রকে ৩১ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট। আগে ২ জুন পর্যন্ত সময় দিয়েছিল শীর্ষ আদালত। প্রক্রিয়া শেষ করতে ৪০০ দিন সময় চেয়ে আর্জি জানান কেন্দ্রের আইনজীবীরা। সেই আর্জি আজ বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। ফেব্রুয়ারি মাসে টুজি স্পেকট্রামের ১২২টি লাইসেন্স বাতিল করে নতুন ভাবে বন্টনের নির্দেশ দেয় কোর্ট। আজ অ্যাটর্নি-জেনারেল জি ই বাহনবতী বলেন, এই বিষয়ে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই কিছু সুপারিশ করেছে। সেগুলিও বিবেচনা করা প্রয়োজন। ২০০৮ সালে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার সময়ে স্পেকট্রাম বন্টনে কত সময় লেগেছিল তা জানতে চায় বেঞ্চ।

তিন নদনদী ঘিরে রাজ্যে পর্যটন চক্র
রূপনারায়ণ, গঙ্গা ও দামোদরের তীর ধরে গাদিয়াড়া, গড়চুমুক ও বাগনানকে ঘিরে পর্যটন সার্কিট গড়ে তুলতে চায় কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার মহাকরণে রাজ্যের পর্যটনমন্ত্রী রচপাল সিংহের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ। তিনি বলেন, “কেন্দ্রের গ্রামীণ পর্যটন প্রকল্পের আওতায় এই কাজ করার কথা ভাবা হয়েছে। রাজ্য সরকারের কাছে সবিস্তার প্রকল্প রিপোর্ট চেয়েছি।” সুলতান জানান, এই প্রকল্পের অধীনেই গাদিয়াড়া, গড়চুমুক ও বাগনানে অতিথি নিবাসগুলি মেরামত করা হবে। পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের কাজও হবে সংলগ্ন এলাকায়।

সুদ কমাল আরও ব্যাঙ্ক
ঋণে সুদ কমাচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক। বেস রেট ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১০.৫% করছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.