পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননা মামলার রায় বৃহস্পতিবার বেরোবে। আজ গিলানির আইনজীবী এজাজ এহসান এই খবর দিয়েছেন। রায় ঘোষণার সময় গিলানি যাতে আদালতে হাজির থাকেন তা নিশ্চিত করতে গিলানির আইনজীবী এহসানকে নির্দেশ দিয়েছেন পাক সুপ্রিম কোর্টের বিচারপতি নাসির-উল-মুলক। এহসান বলেন, দোষী সাব্যস্ত হলে গিলানির ছ’মাস পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পদও হারাবেন তিনি।
|
ভিড়ে ঠাসা রেল স্টেশনে বিস্ফোরণে নিহত হলেন অন্তত ৩ জন। আহত অন্তত ৪০। এক পুলিশ অফিসার জানান, আজ সন্ধে ৬.৪০ নাগাদ এই বিস্ফোরণ ঘটে। তিনি জানান, ৬-৮ কেজি বিস্ফোরক বোঝাই ব্যাগ স্টেশনের এক কাউন্টারের ধারে রাখা ছিল। কী ভাবে স্ক্যানার মেশিন থাকা সত্ত্বেও ব্যাগটি নিয়ে দুষ্কৃতীরা স্টেশন চত্বরে ঢুকল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা স্টেশন চত্বরটি ঘিরে ফেলেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। |