চার বছর পাকিস্তানের জেলে কাটিয়ে ঘরে ফিরলেন বাবা-মায়ের আদরের দুলাল। চার বছর ধরে একমাত্র ছেলের শোকে কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গিয়েছিল মা কল্যাণী মণ্ডলের। ছেলেকে ফিরে পেয়ে কাঁদলেন এ দিনও। তবে আনন্দে। অমৃতসর থেকে সোমবারই মালদহের রতুয়ার কাহালার বাড়িতে ফেরেন ওই যুবক দুলাল মণ্ডল। তিনি বাড়ি ফিরতে পরিবারে স্বস্তি তো ফিরলই, উৎসবে মেতে ওঠেন এলাকার বাসিন্দারাও। দীর্ঘবন্দি দশা কাটিয়ে ফের বাবা-মায়ের কাছে ও নিজের গ্রামে ফিরতে পেরে কেঁদে ফেলেছেন ২৬ বছরের দুলাল। ২০০৮ সালের এপ্রিল মাসে বাড়তি রোজগারের আশায় অমৃতসরে গিয়েছিলেন দুলাল। ওই মাসেরই শেষের দিকে পাক সীমা লঙ্ঘন করায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। দুলালকে ফেরাতে বাসিন্দাদের সঙ্গে চেষ্টা চালিয়ে গিয়েছেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুরও। এ দিন দুলালদের বাড়িতে গিয়ে দেখাও করে আসেন তিনি। সাংসদ বলেন, “ভীষণ ভাল লাগছে। যতটা সম্ভব চেষ্টা করেছি। বাসিন্দারাও দুলালের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন।” ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার বলেন, “বাসিন্দারা প্রশাসনে ওই যুবককে ফেরানোর আবেদন জানিয়েছিলেন। সে কথা সর্বস্তরে জানানোও হয়। ও বাড়ি ফেরায় আমাদেরও খুব ভাল লাগছে।”
|
পুকুর দখল নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ইটাহারের বৈদড়া গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠী। রবিবার সকালে ওই গ্রামের ‘পীরোত্তর’ পুকুর নিয়ে সংঘর্ষে দু’পক্ষের ১০ জন জখম হন। গুলিবিদ্ধ হন রহমত আলি নামে এক যুবক। সংঘর্ষের ঘটনায় ইটাহার পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা দানেশ আলি-সহ ১৪ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ফসিউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি। এলাকার তিনি তৃণমূলের স্থানীয় জয়হাট অঞ্চল কমিটির সদস্য নজরুল ইসলামের অনুগামী বলে পরিচিত। দানেশ আলির ছোড়া গুলিতেই রহমত আলি জখম হন বলে অভিযোগ। দানেশ আলির অনুগামী আকবর আলি বিপক্ষ গোষ্ঠীর ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ বলেন, “দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।” তবে ওই সংঘর্ষের ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইটাহারের তৃণমূল বিধায়ক তথা দলের জেলা সভাপতি অমল আচার্য। তিনি বলেন, “পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দলের সম্পর্ক নেই। পুলিশকে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।”
|
এক মাধ্যমিক পরীক্ষার্থীর অশ্লীল ছবি এমএমএস এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবককের বিরুদ্ধে। মালদহের মানিকচকে ঘটনাটি ঘটেছে। গত ২১ এপ্রিল মানিকচক থানায় এই নিয়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শেষ পর্যন্ত সোমবার ওই ছাত্রী বাবাকে নিয়ে মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকচকের নূরপুর হাইস্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রীর সঙ্গে প্রতিবেশী এক যুবকের ঘনিষ্টতা ছিল। চার বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক সহবাসের কিছু মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করে। সম্প্রতিসে সেই ছবি এমএমএস ও ইন্টারনেটের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেয়।
|
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দিনহাটার চার স্কুলে জয়ী হল বাম প্রার্থীরা। রবিবার ওই চারটি স্কুলের প্রত্যেকটিতে ৬টি করে আসনে ভোট নেওয়া হয়। ওই চারটি স্কুল হল জরাবাড়ি হাইস্কুল, গৌরসুন্দরী হাইস্কুল, হেদারহাট হাইস্কুল ও মহাকালহাট হাইস্কুল। ২৩টি আসনে জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা। ফরওয়ার্ড ব্লক সমর্থিতরা পেয়েছেন ১৪টি ও সিপিএম সমর্থিতরা ৯টি আসনে জয়ী হন। একমাত্র মহাকালহাট স্কুলে তৃণমূল সমর্থিত প্রার্থী ১টি আসন পান।
|
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পাহাড়পুর এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম সাইনুর খাতুন(২৪)। এদিন শোওয়ার ঘর থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় ৬ মাস আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সাইনুরের বিয়ে হয়।
|
আগামীকাল, বুধবার কয়েক ঘন্টার সফরে কোচবিহারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তার সঙ্গে অসমের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী প্রণতি ফুকন এবং পরিবহণ মন্ত্রী চন্দন ব্রহ্মও কোচবিহারে আসছেন। সোমবার অসম সরকারের তরফে জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রীর সফরের বিষয়টি জানানো হয়। অসমের মুখ্যমন্ত্রী ও তার সঙ্গীরা ২৫ এপ্রিল বুধবার কোচবিহার আসবেন। সদর মহকুমার মধুপুর মন্দির পরিদর্শন করে গুয়াহাটি ফিরে যাবার কথা।
|
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এঅনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে রায়গঞ্জে বিন্দোল পঞ্চায়েতের পুড়িয়াপুর প্রাথমিক স্কুলে প্রায় একঘন্টা বিক্ষোভ চলার পর পঞ্চায়েত কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভে সামিল হয়েছিলেন মিড ডে মিলের রাধুনিরাও। ওই স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৯০ পড়ুয়া রয়েছেন। শিক্ষক ১ জন।
|
ব্লক অফিস ভাঙচুর করে বিডিও-সহ সরকারি কর্মীদের হেনস্থার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। অন্য দিকে তাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে মৌন মিছিল করে প্রতিবাদ জানাল তৃনমূল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। |