দায়িত্ব নিয়েই সিদ্ধান্ত গৌতমের
বাম দুর্নীতি নিয়ে নিগমের পুস্তিকা
বাম আমলের আর্থিক দুর্নীতির অভিযোগ বিশেষ অডিটের মাধ্যমে খতিয়ে দেখে অভিুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হবে বলে জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের নতুন চেয়ারম্যান তথা মন্ত্রী গৌতম দেব। সোমবার কোচবিহারে নিগমের সদর দফতরে এসে সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার বুঝে নেন গৌতমবাবু। তার পরেই সংস্থার পরিচালন বোর্ডের সদস্যদের নিয়ে টানা বৈঠক করেন। চেয়ারম্যান বলেন, “বাম আমলে সংস্থায় সীমাহীন দুর্নীতি ও অনিয়ম হয়েছে। গত দশ বছরের হিসাবের বিশেষ অডিটের জন্য অর্থমন্ত্রীকে বলব। ওই রিপোর্ট পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।” তিনি জানান, গত ৩৪ বছরে বামফ্রন্টের আমলে অত্যন্ত বাজেভাবে সংস্থার প্রশাসন চলেছে। খেয়ালখুশি মত কর্মী নেওয়া হয়েছে। ৭০ জন মহিলা কনডাক্টর বসে আছেন। অর্থ দফতরের অনুমোদনও বহুক্ষেত্রে নেওয়া হয়নি। এই অবস্থা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সংস্থা সূত্রের খবর, এদিনের বৈঠকে মূলত বাম জমানায় সংস্থার বিভিন্ন কাজে অনিয়ম ও আর্থিক দুর্নীতির প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সংস্থার পুরানো বাস মেরামত, নতুন বাস কেনা, উল্টোডাঙার জমি বিক্রি-সহ একাধিক বিষয় ছিল। গত বছর সংস্থার ৬৩টি বাস মেরামতি বিল বাবদ ১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ এর অন্যতম। নিয়মনীতি না মেনে পদোন্নতি দেওয়ার জন্য প্রতিমাসে ৬৪ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে সভাও উঠেছে এসেছে। মন্ত্রী জানান, বাসের সংখ্যা ও কর্মী সংখ্যার আনুপাতিক হারে সামঞ্জস্য আনতে হবে। বাসের সংখ্যা বাড়ানো, পুরানো বাস মেরামত, বাসের গায়ে বিজ্ঞাপন, পর্যটনপ্যাকেজ চালু করার পাশাপাশি বাতিল ৫৩টি বাস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো এক কোটি টাকা পিএফের বকেয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে বলা হবে। এইসব নিয়ে পরে পুস্তিকা বার করা হবে। সংস্থার তৎকালীন ম্যানেজিং ডাইরেক্টরেরাও দায় এড়াতে পারেন না। এ দিন সকালে কোচবিহার থেকে দিনহাটা রুটে দশ মিনিট অন্তর বাস পরিষেবার উদ্বোধন করেন গৌতমবাবু। পাশাপাশি, সংস্থার সমস্ত স্তরের কর্মী ও ইউনিয়ন নেতাদের কাছে সঠিক ভাবে দায়িত্ব পালনের আর্জি জানান নতুন চেয়ারম্যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.