|
|
|
|
হাসপাতালে পরিকাঠামো ও পরিষেবার মান উন্নয়ন |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হাসপাতালে কখন এসেছেন? টিকিট কাটতে বা চিকিৎসকের কাছে কত সময় লেগেছে? ওষুধ পেয়েছেন? কোনও পরীক্ষা করাতে কবে সময় দেওয়া হয়েছে? এমন বিভিন্ন প্রশ্নের মাধ্যমেই রোগীদের কাছ থেকে জেনে নেওয়া হবে হাসপাতালের পরিষেবার হাল। রাজ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির পরিকাঠামো এবং পরিষেবার মানোন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি বিশেষজ্ঞ দল সেগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। সোমবার তা শুরু হল উত্তরবঙ্গেও। এ দিন ওই দলের দুই সদস্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। কর্তৃপক্ষ, বিভিন্ন বিভাগের চিকিৎসক, বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করেন। কী ভাবে সেই কাজ করা হবে বিস্তারিত জানান। আগামী মে মাসের মধ্যে রাজ্যের ১২ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের অবস্থা, খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে তৈরি রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পেশ করা হবে। সেই মতো ভবিষ্যতে মেডিক্যাল কলেজগুলিতে প্রয়োজনীয় উন্নয়ন কাজ হবে।
বিশেষজ্ঞ দলের দুই সদস্য বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য এবং স্বাস্থ্য দফতরের কর্তা (স্ট্রাটেজিক অ্যান্ড প্ল্যানিং সেল) অনিরুদ্ধ মুখোপাধ্যায় এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন। রুদ্রবাবু বলেন, “রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির উন্নয়নে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞ দলের সদস্যরা ভাগ হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে যাচ্ছেন। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার চিকিৎসকদের নিয়ে একটি দল তৈরি করে দেবেন। তাঁরা এক সপ্তাহ ধরে রোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য নেবেন। সেই মতো রিপোর্ট তৈরি করা হবে। সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে।” স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২ জন সাংসদ, ২ জন চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, সমাজ বিজ্ঞানী, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের নিয়ে দল গঠন করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ সুব্রত মৈত্র। দলের সদস্যরা ভাগ হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলি ঘুরবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। বিশেষ মেডিক্যাল কলেজ হাসপাতালে দলের সদস্যরা ১/২ দিন থাকলেও এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর সংগ্রহ করবেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গঠিত আরেকটি বিশেষ দল। হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, প্যাথলজিক্যাল ল্যাবরেটরির পরিকাঠামো এবং পরিষেবার পরিস্থিতি দেখা হবে। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সংখ্যা, বিভিন্ন বিভাগ ধরে পরিকাঠামোর অবস্থা রিপোর্টে জানানো হবে। আজ, মঙ্গলবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবে বিশেষজ্ঞ দলটি। |
|
|
|
|
|