‘পরিবর্তনের বর্ষপূর্তি’ উপলক্ষে এ বার মেলা বসিয়ে ‘সাফল্য’ প্রচার করবে রাজ্য সরকার। সব দফতরের তরফে স্টল তৈরি করে সেখানে ঝোলানো হবে কাজের ফিরিস্তি। কলকাতার তিনটি এলাকায় ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত চলবে ওই মেলাগুলি। সোমবার মহাকরণে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই টাউন হলে মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, “সংবাদমাধ্যমের একাংশ আমাদের কথা লিখবে না। তাই আমাদের কাজের প্রচার আমাদেরই করতে হবে।”
কী ভাবে রাজ্যের মানুষের কাছে কাজের খতিয়ান তুলে ধরা হবে, তার রূপরেখা তৈরি করতে শ্রমসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, ইএম বাইপাসের ধারে ‘মিলনমেলা’-র মাঠে সবচেয়ে বড় মেলাটি হবে। বাকি দু’টি হবে রবীন্দ্র সদন ও মেট্রো চ্যানেলে।
রবীন্দ্র সদনে মেলার ব্যবস্থাপনায় থাকবে তথ্য ও সংস্কৃতি দফতর এবং চৌরঙ্গি এলাকায় ক্রীড়া ও যুবকল্যাণ দফতর মিলে তৃতীয় মেলাটির আয়োজন করবে। রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ এ দিন বলেন, “সরকারের বর্ষপূর্তিতে মেলা করার সিদ্ধান্ত হয়েছে। সচিবেরা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করবেন।”
নিজেদের কাজের প্রচারে এর আগে দু’টো বই প্রকাশ করেছে রাজ্য সরকার। একটি বেরিয়েছিল ১০০ দিনের মাথায়, দ্বিতীয়টি ২০০ দিনের মাথায় প্রকাশের কথা থাকলেও বেরিয়েছে অনেক পরে। এক বছর পূর্তিতেও বই প্রকাশ করবে সরকার। কিন্তু তা যাতে যথাসময়ে প্রকাশ পায়, তা নিয়ে এ দিনের বৈঠকে সচিবদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ১৮ এপ্রিল টাউন হলের বৈঠকের সময় মুখ্যমন্ত্রী জানতে পারেন, ১৮টি দফতর তখনও তাদের কাজের খতিয়ান জমা দেয়নি। সেই নিয়ে উষ্মাও প্রকাশ করেন তিনি। পরে মন্ত্রী ও আমলাদের বলেন, “অনেক ভাল কাজ করেছি আমরা। এক বছর পূর্তিতে যে বই বেরোবে তাতে যেন ওই ‘সাফল্য’ প্রতিফলিত হয়।” মহাকরণ সূত্রের খবর, কোন দফতর তাদের কোন কোন কাজ বেশি করে প্রচারে আনতে চাইছে, তার তালিকা ইতিমধ্যেই জমা পড়েছে মুখ্যমন্ত্রীর অফিসে। তবে শনিবার পর্যন্ত সব দফতর তাদের কাজের খতিয়ান বিস্তারিত ভাবে পেশ করতে পারেনি বলেও সরকারি সূত্রের খবর। এ দিনের বৈঠকে প্রাথমিক ভাবে স্থির হয়েছে, দু’টো করে দফতর মিলে একটি স্টল দেবে। সেখানে কাট-আউট ও ফ্লেক্সের মাধ্যমে ওই দফতরগুলি জানাবে, এক বছরে তারা কী কী কাজ করেছে। আগামী দিনে কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে, তারও একটা তালিকা টাঙানোর চেষ্টা করছে দফতরগুলি। |