রাজ্যে ‘সেরা জেলা পরিষদ’ হিসাবে নির্বাচিত হল হাওড়া। এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর। আজ, মঙ্গলবার দিল্লিতে ‘জাতীয় পঞ্চায়েত রাজ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা সভাধিপতির হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। একই সঙ্গে রাজ্যের দু’টি পঞ্চায়েত সমিতি এবং ছ’টি গ্রাম পঞ্চায়েতের কর্তাদের হাতেও সেরার শিরোপা তুলে দেওয়া হবে বলে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রের খবর।
সেরার পুরস্কার এত দিন দেওয়া হত রাজ্য পর্যায়ে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলির স্বমূল্যায়ণের ভিত্তিতে নির্বাচিত সেরাদের হাতে পুরস্কার তুলে দিত রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। একাধিকবার এই পুরস্কার পেয়েছে হাওড়া জেলা পরিষদ। এ বার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরও পুরস্কার দেওয়ার প্রথা চালু করল। সেরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত কী ভাবে নির্বাচন করতে হবে তা নিয়ে নির্দেশিকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরই দেয় বলে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে খবর।
পুরস্কারটি দেওয়া হচ্ছে ২০০৯-২০১০ আর্থিক বছরের কাজকর্মের নিরিখে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর জানিয়ে দেয়, ‘সুপরিচালনা’ এবং ‘সম্পদ সংগ্রহ’ এই দু’টি বিষয়কেই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মানদণ্ড করতে হবে। এই দু’টি বিষয়ের উপরেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর রাজ্যের সব জেলা পরিষদকে প্রশ্নমালা তৈরি করে পাঠায়। এর সঙ্গে আরও কিছু বিষয় জুড়ে দেওয়া হয়। যথা, স্থায়ী সমিতির বৈঠক নিয়মিত হয় কিনা, বিভিন্ন অর্থ কমিশন থেকে পাওয়া টাকা ঠিক মতো ব্যবহার করা হয় কিনা প্রভৃতি।
|
ওই সব প্রশ্নের ভিত্তিতে রাজ্যের প্রতিটি জেলা পরিষদকে স্বমূল্যয়ন করতে বলা হয়। তারই ভিত্তিতে প্রাথমিক ভাবে একটি সেরার তালিকা তৈরি করে তা পাঠানো হয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরে। ওই দফতর আবার একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে রাজ্য সরকারের পাঠানো তালিকায় যে সব জেলা পরিষদের নাম আছে তাদের কাজকর্ম ফের যাচাই করায়। তার পরেই সেরা হিসাবে হাওড়া নির্বাচিত হয়।
সিপিএম পরিচালিত এই জেলা পরিষদের সভাধিপতি মীনা ঘোষ মুখোপাধ্যায় বলেন, “সুপরিচালনা এবং সম্পদ সংগ্রহের ক্ষেত্রে রাজ্যের কাছ থেকে একাধিকবার আমরা পুরস্কার পেয়েছি। এ বার কেন্দ্র পুরস্কার দিচ্ছে। বরাবর নিরপেক্ষ থেকে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। পুরস্কার পেয়ে ভাল লাগছে।”
পঞ্চায়েত সমিতি হিসাবে রাজ্যের মধ্যে সেরার পুরস্কার পাচ্ছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এবং বর্ধমানের পাণ্ডবেশ্বর। একই সঙ্গে গ্রাম পঞ্চায়েত হিসাবে সেরার পুরস্কার পাচ্ছে বর্ধমানের কাঁকসার তিলকচন্দ্রপুর, মেমারি ১ ব্লকের দুর্গাপুর, পূর্বস্থলী ২ ব্লকের মুকসিমপাড়া, বীরভূমের দুবরাজপুরের পদুমা, ময়ূরশ্বর ১ ব্লকের মল্লারপুর ১ এবং নদিয়ায় চাকদহের বাকলা। এই সব পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিকেও একই ভাবে সেরা নির্বাচন করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর। হাওড়া জেলা সভাধিপতির সঙ্গে এই দু’টি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ছ’জন প্রধানের হাতেও আজ তুলে দেওয়া হবে সেরার পুরস্কার। |