পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মাধবপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সৌরভ হালদার (২৪)। তাঁর বাড়ি স্থানীয় ধনবেড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সৌরভবাবু। রাতে তিনি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও কোনও সন্ধান মেলেনি। সোমবার সকালে পাশের গ্রাম মাধবপুরে একটি পুকুরে যুবকের দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পরে মৃতের বাবা দেহটি শনাক্ত করেন। কী ভাবে সৌরভের মৃত্যু হয়েছে তা জানতে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
স্কুলচত্বরে গুলিবিদ্ধ হল অষ্টম শ্রেণির এক ছাত্র। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে অশোকনগরের রাধা কেমিক্যাল মোড়ের সেন্ট ফ্রান্সিস স্কুলে। পুলিশ জানিয়েছে, অনিকেত সিংহ নামে ওই ছাত্র বালিগঞ্জের বাসিন্দা। স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করে। এ দিন সন্ধ্যায় স্কুল-সংলগ্ন মাঠে এক বন্ধুর সঙ্গে গল্প করছিল সে। সেই সময় একটি গুলি এসে লাগে তার কাঁধের নীচে। তাকে বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কারা, কেন গুলি চালাল তার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার পুলিশ চম্পক ভট্টাচার্য। স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শর্মিষ্ঠা দত্ত বলেন, “ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।”
|
বধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার দুই |
এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে হাসনাবাদের বিশপুর গ্রামে। মৃতের নাম সুইটি বিবি (২০)। তাঁকে পিটিয়ে মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা আনিসুর সর্দার। সেই অভিযোগের ভিত্তিতে মৃতার শাশুড়ি রামিসা বিবি এবং হাওয়া বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামী ও শ্বশুর পলাতক।
|
রবিবার বাসন্তীর মহেশপুর যশোদা বিদ্যাপীঠ ও গোসাবার বিপ্রদাসপুর হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল।
|
স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অলিউল মণ্ডল। স্ত্রী রেনজা বিবির অভিযোগ, পণের দাবিতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন অলিউল।
|
গাঁজা-সমেত কুখ্যাত এক দুষ্কৃতীকে সোমবার গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার পুলিশ। ধৃতের নাম বনকুমার দাস। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে ২১ কিলোগ্রাম গাঁজা পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে একটি মোটরবাইক। |