|
|
|
|
সেরার শিরোপা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যের মধ্যে সেরা হিসাবে কেন্দ্রীয় সরকারের ‘রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার’ পাচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের তৃণমূল পরিচালিত হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি। রাজ্যের ৩৩৩টি পঞ্চায়েত সমিতির মধ্যে এই পুরস্কার পেতে চলেছে হিঙ্গলগঞ্জ। আজ, মঙ্গলবার দিল্লিতে বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে পঞ্চয়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজির হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
সেরার পুরস্কার এত দিন দেওয়া হত রাজ্য পর্যায়ে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলির স্বমূল্যায়ণের ভিত্তিতে নির্বাচিত সেরাদের হাতে পুরস্কার তুলে দিত রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। রাজ্য পর্যায়ে একাধিকবার এই পুরস্কার পেয়েছে হাওড়া জেলা পরিষদ। এ বার থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরও পুরস্কার দেওয়ার প্রথা চালু করল। সেরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত কী ভাবে নির্বাচন করতে হবে সে বিষয়ে নির্দেশিকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরই দিয়ে দেয় বলে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রের খবর।
পুরস্কারটি দেওয়া হচ্ছে ২০০৯-২০১০ আর্থিক বছরের কাজকর্মের নিরিখে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর জানিয়ে দেয়, ‘সুপরিচালনা’ এবং ‘সম্পদ সংগ্রহ’ এই দু’টি বিষয়কেই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মানদণ্ড করতে হবে। এই দু’টি বিষয়ের উপরেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর রাজ্যের সব জেলা পরিষদকে প্রশ্নমালা তৈরি করে পাঠায়। এর সঙ্গে আরও কিছু বিষয় জুড়ে দেওয়া হয়। যথা, স্থায়ী সমিতির বৈঠক নিয়মিত হয় কিনা, বিভিন্ন অর্থ কমিশন থেকে পাওয়া টাকা ঠিক মতো ব্যবহার করা হয় কিনা প্রভৃতি।
বিডিও ইন্দ্রকুমার নস্কর বলেন, “রাজ্যের মধ্যে হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতি প্রথম স্থান পাওয়ায় আনন্দ হচ্ছে। এই কৃতিত্ব সমিতির সকলের প্রাপ্য।” |
|
|
|
|
|