ড্যানিয়েল ভেত্তোরি বলেছিলেন, গেইলকে ছাড়াও আমরা জিততে পারি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ সেটাই করে দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু ১৮৯-৩ করার পর রাজস্থান শেষ করল ১৪৩-৭। অসুস্থ থাকার জন্য এ দিন গেইল চার নম্বরে নেমেছিলেন। ৪ রান করে ব্র্যাড হগের বলে আউট হন। তখন বেঙ্গালুরুর রান ১১.৪ ওভারে ৬৭-৩। ম্যাচ ঘুরিয়ে দিলেন দিলশান এবং ডেভিলিয়ার্স। দিলশান ৫৮ বলে ৭৬ ন.আ.। কিন্তু বদলার ম্যাচে জেতালেন ডেভিলিয়ার্সই (২৩ বলে ৫৯ ন.আ)। মারলেন তিনটে চার, পাঁচটা ছয়। দু’জনে মিলে শেষ পাঁচ ওভারে তুললেন ৮২। বেঙ্গালুরুর সঙ্গে প্রথম ম্যাচে শেষ পাঁচ ওভারে ঠিক এই রানই তুলেছিল রাজস্থান। রাজস্থান ইনিংসে বলার মতো শুধু রাহুল দ্রাবিড়ের ৪২ বলে ৫৮। বেঙ্গালুরুর বাঁ হাতি স্পিনার আপ্পান্না ১৯ রান দিয়ে চার উইকেট নেন। ৭ ম্যাচে বেঙ্গালুরুর দাঁড়াল ৮ পয়েন্ট।
|
মঙ্গলবার ৩৯ বছরে পা দিচ্ছেন সচিন তেণ্ডুলকর। তা পালনে কোনও আড়ম্বর না হলেও চণ্ডীগড়ের যে হোটেলে মুম্বই ইন্ডিয়ান্স টিম উঠেছে সেই হোটেল কতৃপক্ষ একটি অনুষ্ঠান করতে চায়। বুধবার কিংস ইলেভেনের বিরুদ্ধে ম্যাচ মোহালিতে। সোমবারই তিনি স্ত্রী অঞ্জলিকে নিয়ে টিমের সঙ্গে চণ্ডীগড় পৌঁছেছেন। |