|
|
|
|
আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রিজার্ভ ব্যাঙ্ক ঋণে সুদ কমানোর জন্য রেপো ও রিভার্স রেপো কমালেও এখনই সে সুবিধা ঋণগ্রহীতাদের দিতে রাজি নয় স্টেট ব্যাঙ্ক-সহ বেশ কিছু ব্যাঙ্ক। তবে তারা আমানতে সুদ কমিয়েছে। স্টেট ব্যাঙ্কের পাশাপাশি শুধু আমানতে সুদ কমিয়েছে লক্ষ্মীবিলাস ব্যাঙ্কও। তবে ইউবিআই ঋণ ও আমানত উভয় ক্ষেত্রেই সুদ কমিয়েছে। এলাহাবাদ ব্যাঙ্ক ঋণে সুদ কমালেও আমানতে তা একই রেখেছে।
স্টেট ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদি আমানতে সুদ ৫০-১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। তবে ১৫ লক্ষ টাকার কম আমানতে ১৮০ দিনের জমায় সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়ছে। অপরিবর্তিত থাকছে ১৫ লক্ষ থেকে ১ কোটি টাকার আমানতে ১৮১ দিন থেকে এক বছরের সুদ। আজ থেকেই নয়া হার চালু হবে।
লক্ষ্মী বিলাস ব্যাঙ্ক বিশেষ করে সুদ কমিয়েছে দীর্ঘ মেয়াদি আমানতে। অধিকাংশ ক্ষেত্রেই তা ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। তবে ১ থেকে ২ বছরের কম মেয়াদে কমানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। নতুন হার ২০ এপ্রিল থেকেই কার্যকর ধরা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানান।
ইউবিআই তাদের বেস রেট ও মূল প্রাইম লেন্ডিং রেট (বিপিএলআর) ১৫ বেসিস পয়েন্ট এবং ২৫ বেসিস পয়েন্ট করে কমিয়েছে। বেস রেট দাঁড়িয়েছে ১০.৪৫% ও পিএলআর ১৪.৬০%। এর ফলে ওই ব্যাঙ্কের গ্রাহকেরা সব রকম ঋণেই সুদ কমার সুবিধা পাবেন। বিভিন্ন মেয়াদি আমানতে ইউবিআই সুদের হার ১০ থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। নয়া হার সোমবার থেকে চালু হয়েছে।
এলাহাবাদ ব্যাঙ্ক বেস রেট ও বিপিএলআর ২৫ বেসিস পয়েন্ট করে কমিয়েছে। বেস রেট হচ্ছে ১০.৫০% এবং বি পি এল আর ১৪.৭৫%। নতুন হার ১ মে থেকে কার্যকর হবে। শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর পরেই স্টেট ব্যাঙ্ক জানিয়েছিল, তারা এই সুযোগের অপেক্ষা করছিল। কিন্তু কার্যক্ষেত্রে তা হল না। রিজার্ভ ব্যাঙ্কের উদ্দেশ্য ছিল প্রধানত ঋণে সুদ কমানো। কর্তৃপক্ষের দাবি, স্টেট ব্যাঙ্কে সুদ অন্য অনেকের তুলনায় কম। তাঁদের বর্তমান বেস রেট ১০%। তা ছাড়া তহবিল সংগ্রহের খরচ কমাতেই আমানতে সুদ কমানো হল। |
|
|
|
|
|