২০১১-র সুনামি ভাসিয়ে নিয়ে গিয়েছিল তার ঘর-বাড়ি। কেড়ে নিয়েছিল একান্ত প্রিয় ফুটবলটাও। তার পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়।
|
মিসাকি কুরাকামি |
হঠাৎই খবর এল সেই ফুটবল পাওয়া গিয়েছে পাঁচ হাজার কিলোমিটার দূরে আলাস্কার মিডলটন দ্বীপে। প্রথমে বিশ্বাসই হয়নি ফুটবলের মালিক, বছর ষোলোর মিসাকি কুরাকামির।
দিন কয়েক আগে আলাস্কার সমুদ্রতীরে খোঁজাখুজির সময় ডেভিড ব্যাক্সটার নামে এক ব্যক্তির হাতে আসে কয়েকটি ফুটবল। একটির গায়ে মালিকের নাম লেখা জাপানিতে। সন্দেহ হয় সুনামিই হয়তো ভাসিয়ে নিয়ে এসেছে এগুলি। স্ত্রী জাপানি হওয়ার সুবাদে ফুটবলের মালিককে খুঁজে পেতে বেশি কষ্ট করতে হয়নি ডেভিডকে। |
মিসাকিকে তিনি আশ্বাস দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেবেন ওই ফুটবল।
গত বছর মার্চে সুনামির পর উত্তরপূর্ব উপকূলের সমুদ্রতীর বরাবর জমা হয় ধ্বংসস্তূপের ঢিপি। জলের তোড়ে ভেসে যেতে থাকে সেগুলোই। আবহবিদেরা জানিয়েছিলেন, ২০১৩-১৪ সাল নাগাদ আলাস্কা, কানাডা, ওয়াশিংটনে মিলতে পারে ধ্বংসস্তূপের অংশবিশেষ। তাঁদের সেই ধারণাই সত্যি প্রমাণ করল ডেভিডের পাওয়া ফুটবল। যা কি না দ্বিতীয় বার পাড়ি দিতে চলেছে প্রশান্ত মহাসাগর। বয়ে আনছে সুনামির স্মৃতি আর ভিনদেশি শুভেচ্ছা! |