অগ্নি-৫-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে কটাক্ষ করেই চলেছে চিনা সংবাদমাধ্যম। আজ চিনের সরকারি সংবাদপত্র অভিযোগ করেছে, ন্যাটোর চাপে অগ্নি-৫-এর পাল্লা কমাতে বাধ্য হয়েছে ভারত। ওই সংবাদপত্রের দাবি, ভারতের পরিকল্পনা ছিল অগ্নি-৫-এর পাল্লা ৯০০০ কিলোমিটার করার। কিন্তু ন্যাটোর চাপে তা কমিয়ে ৫০০০ কিলোমিটার করতে বাধ্য হয়েছে তারা। ১৯ এপ্রিল অগ্নি-৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের পর চিনা সরকারের তরফে সতর্ক প্রতিক্রিয়া দেওয়া হলেও কড়া সমালোচনা করে চিনা সংবাদমাধ্যম। আজ আরও এক ধাপ এগিয়ে সংবাদপত্রটি লিখেছে, “ন্যাটো-র সদস্য দেশগুলির চাপেই ইন্টেগ্রেটেড গাইডেড মিসাইল প্রকল্প নিয়ে ধীর গতিতে চলছে মনমোহন সিংহ সরকার। ৯০০০ কিলোমিটার ছোঁয়া এই প্রকল্পের লক্ষ্য হলেও ন্যাটোর চাপেই তা শেষ পর্যন্ত হয়নি।”
|
পুলিশের গুলিতে, হত ২ সিলেটে |
বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে ছ’দিনেও খোঁজ মিলল না বিএনপি-র কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন সাংসদ ইলিয়াস আলির। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। গত দু’দিন টানা বন্ধ পালনের পর কালও দেশ জুড়ে বন্ধ ডেকেছে বিএনপি। সমর্থন জানিয়েছে জামাতে ইসলামি-সহ আরও ১৮টি দল। বন্ধের দ্বিতীয় দিনে সিলেটে আজ পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছেন। ইলিয়াসের অন্তর্ধানে স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে হাসিনার সরকার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রক। |