টুকরো খবর
সম্মেলনে সমালোচনা, ঐক্যের ডাক আরএসপি’র
ছবি: নারায়ণ দে।
বামেদের সাংগঠনিক দুবর্লতার কারণেই দেশের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক শক্তি ক্ষমতায় আসছে। দলের সবর্ভারতীয় সম্মেলনে এই মন্তব্য করেছেন আরএসপি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টি জে চন্দ্রচূড়ন। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দলের ১৯ তম সবর্ভারতীয় সম্মেলন মাদল, নাকাড়া বাজিয়ে শুরু করেন দলের সাংসদ বিধায়করা। সেখানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, “বাম সংগঠনগুলির দুবর্লতার কারণে মায়াবতী, জয়লিলতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আঞ্চলিক দল ক্ষমতায় এসেছে। যার পরিণাম দেশের রাজনীতির পক্ষে ভয়ঙ্কর।” তিনি অভিযোগ করেন, এই ধরনের আঞ্চলিক দলের নীতি কিংবা কর্মসূচি থাকে না। তাঁর মতে, “বাম সংগঠনগুলি সংগঠিত হতে না পরলে দেশ শেষ হয়ে যাবে।” দলের রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী স্বীকার করেন, “বাম সংগঠনগুলি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আমরা ক্ষমতায় নেই।” রাজ্যের নয়া সরকার প্রলাপ বকছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, “কেন্দ্রের ইউপিএ সরকার পুঁজিবাদীদের হয়ে কথা বলছে। বাজেটে অর্থমন্ত্রী শিল্পপতিদের নানা সুবিধে করে দিচ্ছেন। এদিকে দেশের মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে।” তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। আলিপুরদুয়ারের সাংসদ মনোহর তিরকি অভিযোগ করেন, “ডুয়ার্সকে মিনি ইন্ডিয়া বলা হয়। পৃথক রাজ্য নিয়ে বিভেদ করার চেষ্টা চলছে।” বিভিন্ন জনজাতির মানুষের মধ্যে যে ঐক্য ছিল তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় কমিটি নেতা এম কে প্রেমচন্দন কংগ্রেস-তৃণমূল সরকারের সমালোচনা করা বলেন, “১০ মাসে এই রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। ব্যঙ্গচিত্র কান্ডে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের সরকার প্রতিশ্রুতি রূপায়ণে ব্যর্থ।”

এটিএমে লুঠের চেষ্টা
ছবি: সন্দীপ পাল।
একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা করল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পুরসভা লাগোয়া কর্পোরেশন রোডে। এটিএম মেশিনটি ভাঙলেও কোনও টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ব্যাঙ্কের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজে একজন দুষ্কৃতীর ছবি পাওয়া গিয়েছে। ওই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্ত চলছে।” জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “এলাকায় প্রশাসনিক কর্তাদের বাংলো রয়েছে। এই ঘটনার পর শহরে পুলিশ নিষ্ক্রিয় বলেই মনে হচ্ছে। পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি জানাব।”

পাটের ট্রাক চুরি
পাট বোঝাই ট্রাক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের অসম মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ টন পাট নিয়ে ট্রাকটি অসমের বরপেটা থেকে কলকাতার আগরতলা জুট মিলে যাচ্ছিল। মালিক নিজে ট্রাকের চালক ছিলেন। রাতে ময়নাগুড়িতে পৌছনোর পরে তিনি রাস্তায় ট্রাক রেখে খালাসিকে সঙ্গে নিয়ে ধাবায় খেতে যান। ধাবা থেকে ফিরে দেখেন ট্রাক নেই।

সিপিএমের স্মারকলিপি
শিলিগুড়ি পুরসভায় ট্রেড লাইসেন্সের নবিকরণের সময় বাড়ানোর দাবি তুলল সিপিএমের ২ নম্বর লোকাল কমিটি। শুক্রিবার দলের পক্ষ থেকে এই ব্যাপারে শিলিগুড়ির পুর কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়। সেখানে সিপিএমের কাউন্সিলর শালিনী ডালমিয়া, রমেশ প্রসাদ, অমরনাথ সিংহও উপস্থিত ছিলেন। সিপিএমের বক্তব্য, প্রতিদিন বেলা সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত নবিকরণ হয়। তাতে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়। নবিকরণের জন্য সময় বিকাল ৪টা করা উচিত। বোরো অফিসেও নবিকরণের ব্যবস্থা চালু করা দরকার। লোকাল কমিটি সম্পাদক সঞ্জয় টিব্রেয়াল বলেন, “বহু ছোট ব্যবসায়ী আছেন যাঁদের ওই সময়ে পুরসভায় যেতে সমস্যা হয়। বিকেল ৪টা পর্যন্ত নবিকরণের সময় দেওয়া হলে তাঁরা উপকৃত হবেন।” পুর কর্তৃপক্ষ দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সঞ্জয়বাবু জানিয়েছেন।

উদ্বাস্তু কলোনি পরিদর্শনে মন্ত্রী
রাজ্যের উদ্বাস্তু পুনর্বাসন দফতরের রাস্ট্রমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর শুক্রবার জলপাইগুড়ির তিনটি উদ্বাস্তু কলোনি ঘুরে দেখেন মন্ত্রী। তিনি পিলখানা, পান্ডাপাড়া এবং মাসকলাইবাড়ি কলোনিগুলি ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। জলপাইগুড়ির ভূমি ও ভূমি সংষ্কার দফতরের অতিরিক্ত জেলাশাসক তন্ময় চক্রবর্তী জানান, কলোনিগুলিতে উন্নয়নের কী কী পরিকল্পনা নেওয়া যেতে পারে তা মন্ত্রী খতিয়ে দেখেন। গোটা জলপাইগুড়ি জেলায় ১১৯টি উদ্বাস্তু কলোনি রয়েছে।

ভাতার দাবি
মাসিক ভাতার দাবি তুললেন জলপাইগুড়ি জেলা পুরোহিত সমিতি। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার জলপাইগুড়ির জেলাশাসকের কাছে ওই আবেদন জানানো হয়। জলপাইগুড়ির জেলাশাসক দফতরে না থাকায় অতিরিক্ত জেলাশাসক দাবিপত্রটি নেন। জলপাইগুড়ি জেলা পুরোহিত সমিতির সদস্যরা ওই দাবিতে একটি মিছিল করেন। সংগঠনের সভাপতি গৌরচন্দ্র ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের আমাদের দাবি আর্থিক সমস্যায় থাকায় পুরোহিতদের সঙ্গেও ভাতা চালু করা হোক।

জয়ী তৃণমূল
শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগারের পরিচালন সমিতির ১০টি পদেই জয়ী হলেন তৃণমূল সমর্থক প্রার্থীরা। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূল সমর্থক ১০ প্রার্থী ছাড়া আর কেউই মনোনয়নপত্র জমা দেননি। তৃণমূলের ৩১ নম্বর ওয়ার্ড কমিটির সবাপতি মতিলাল কর দাবি করেন, তাঁদের ১০ প্রার্থীকেই জয়ী ঘোষণা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.