মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম বছরের সঙ্গে রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রথম বছরের তুলনা করে বই প্রকাশ করতে চলেছে বামফ্রন্ট। আগামী বুধবার বামফ্রন্টের বৈঠকে এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী মমতা দাবি করেছেন, নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ৯০% কাজ ইতিমধ্যেই করে ফেলেছেন। শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু জানান, তাঁদের প্রকাশিতব্য পুস্তিকায় শুধু এই সরকারের একবছরের কাজের মূল্যায়ন করা হবে না। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার এক বছরের মধ্যে প্রতিশ্রুতি মতো কী কী কাজ করেছিল, তা-ও তুলে ধরা হবে।
বিমানবাবুর মতে, “তুলনামূলক আলোচনা থাকলে তবেই এখনকার মানুষ তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্য বুঝতে পারবেন। আমরা যে এই সরকারের মতো শুধু মুখে বলিনি, ক্ষমতায় আসার এক বছরের মধ্যে বহু কাজ করেছিলাম, তা স্পষ্ট হবে।” মমতার দাবি, বামফ্রন্ট ৩৪ বছরে যা করেনি, তিনি এক বছরে সে কাজ করেছেন। যে প্রসঙ্গে বিমানবাবু বলেন, “ওঁদের এক বছরের সঙ্গে আমাদের এক বছরের তুলনা করলেই বোঝা যাবে, কে ঠিক কথা বলছেন।” মুখ্যমন্ত্রীর দাবি প্রসঙ্গে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “১০০% কাজের মধ্যে ৮০% হচ্ছে-হবে। ১৬% বামফ্রন্টের করে যাওয়া কাজই এই সরকার করেছে বলে দাবি করা হচ্ছে। বাকি ৪% অ-কাজ। যেমন শহর জুড়ে ল্যাম্পপোস্ট থেকে গাছের গুঁড়ি রং করা।”
সরকারের এক বছরের কাজের মূল্যায়ন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল সিপিআই-ও। দলের রাজ্য পরিষদের বৈঠকের পর রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার বলেন, “এ ব্যাপারে তথ্য সংগ্রহে সব নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে।” বিমানবাবু জানান, সিপিআই যাতে পৃথক ভাবে পুস্তিকা প্রকাশ না-করে বামফ্রন্ট গত ভাবে করে, তার জন্য তিনি মঞ্জুবাবুর সঙ্গে কথা বলবেন। বিমানবাবুর প্রস্তাব শুনে মঞ্জুবাবু অবশ্য বলেন, “কোনও অসুবিধা নেই। তেমন হলে আমরা সমস্ত তথ্য বিমানবাবুর হাতে তুলে দেব। মমতা যা দাবি করছেন, তা যে অনেকাংশেই সত্য নয়, রাজ্যের মানুষকে তা জানাতে হবে।” |