পূর্ণ সময়ের সিভিল সাব জজ আদালত চালু করা, মহকুমাশাসকের অফিস থেকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের কার্যলয় মূল আদালতে সরানো, গাড়ি রাখার শেড নির্মাণ-সহ ৬ দফা দাবিতে শুক্রবার খাতড়া মহকুমাশাসককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘ। সংগঠনের খাতড়ার সম্পাদক সুমন গোস্বামী বলেন, “আদালতে বিভিন্ন সমস্যা রয়েছে। কয়েকটি দাবিতে এ দিন মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।” মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর রাস্তায়, বড়জোড়ার তারাসিং সেতুর কাছে। মৃতের নাম শেখ আলি মহম্মদ (৪৮)। |