পাশাপাশি হেঁটে ভিড়ে গুলি করে খুন যুবককে |
হলিউড বা বলিউডের ছবিতে এমনটা দেখা যায়। ভিড়ের রাস্তায় ঘাতক বা ঘাতকেরা হেঁটে যাচ্ছিল যুবকটির সঙ্গেই। হঠাৎ পরপর কয়েকটি গুলি। লুটিয়ে পড়ল যুবকটি। কয়েকটি গুলি ছিটকে একটি শিশু এবং অন্য এক ব্যক্তির শরীর ছুঁয়ে গেল। আহত হলেন তাঁরাও। আকস্মিক আক্রমণে দিশাহারার মতো ছোটাছুটি শুরু করে দিল ভিড়। আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। কামারহাটির জনবহুল পিবি ঘাট রোডে শুক্রবার রাতে এ ভাবেই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল মহম্মদ গুড্ডু (৩০) নামে এক যুবক। তার বাড়ি কামারহাটির আনোয়ারবাগানে। দুষ্কৃতীদের গুলি ছুঁয়ে যাওয়ায় জখম হন এক ব্যক্তি এবং একটি শিশু। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, রাত পৌনে ৮টা নাগাদ পিবি ঘাট রোড দিয়ে হেঁটে যাচ্ছিল গুড্ডু। জনা তিনেক দুষ্কৃতী খুব কাছ থেকে পরপর পাঁচটি গুলি করে তাকে। লুটিয়ে পড়ে সে। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশি সূত্রের খবর, গুড্ডুর চোরাই সিমেন্টের ব্যবসা ছিল। বছর দশেক আগে একটি গণধর্ষণের মামলায় মূল অভিযুক্ত ছিল সে। এ ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কামারহাটির পিবি ঘাট রোডের ওই এলাকা সন্ধ্যায় খুব জমজমাট থাকে। কাজ হাসিল করার জন্য দুষ্কৃতীরা সেই ভিড়ের সুযোগটাই নিয়েছে বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, গুড্ডুর সঙ্গেই হেঁটে যাচ্ছিল খুনিরা। আচমকাই গুলি চালিয়ে ভিড়ে গা-ঢাকা দেয় তারা। এডিসি (বেলঘরিয়া) বিশ্বজিৎ ঘোষ বলেন, “পুরনো শত্রুতার জেরে এই খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানায়, হামলার সময় গুলি ছিটকে কওসিকি পরভিন নামে এক শিশুর পা ছুঁয়ে বেরিয়ে যায়। একই ভাবে আহত হন অন্য এক জন। দু’জনকেই সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
ট্রলারের ধাক্কায় মৎস্যজীবীর মৃত্যু |
ট্রলারের ধাক্কায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের রূপচাঁদ ঘাটের কাছে কাকদ্বীপ খালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সত্য দাস (২৬)। তাঁর বাড়ি স্থানীয় ৮ নম্বর কালিনগর দাসেরচক গ্রামে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঘাটের কাছেই কাঁকড়া ধরছিলেন সত্যবাবু। সেই সময় এফ বি শঙ্খানারায়ণ নামে একটি ট্রলার ঘাটে ভিড়ছিল। আচমকাই ট্রলারটি মারে সত্যবাবুকে। মাথায় গুরুতর চোট পান তিনি। স্থানীয় মানুষ তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সত্যবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
|
জমিতে কাজ করার সময় মৃত্যু হয়েছে এক চাষির। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার জেলিয়াখালি পঞ্চায়েতের তুষারখালি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সব্বত মোল্লা। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মাঠে ধান কাটতে গিয়েছিলেন সব্বত। প্রচণ্ড গরম থাকায় সেই সময় তাঁকে মাঠে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু যদি কালবৈশাখীতে ধানের ক্ষতি হয়, এই ভেবে ভরদুপুরে সব্বল মাঠে চলে যান। বেলা ২টো নাগাদ মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
|
লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে পূর্ব রেলের শিয়ালদহ-নামখানা শাখায় কাকদ্বীপ স্টেশনের কাছে অক্ষয়নগর-শিবপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিষ্টুপদ দাস (৫৭)। বাড়ি অক্ষয়নগর গ্রামেই। রেলপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন বিষ্টুপদবাবু। বাড়ি ফেরার সময় রেল লাইন পার হতে গিয়ে আচমকা ট্রেন এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
|
সম্প্রতি বসিরহাটে এক অনুষ্ঠানে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক এবং স্কুলে ভর্তির জন্য পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে। কলসুর, রাজেন্দ্রনগর, যদুবাটি, সাংবেড়িয়া, ধান্যকুড়িয়া, হরিশপুর, রঘুনাথপুর, মির্জাপুর এবং ভাবনীপুরের অন্তত দু’শো ছাত্রছাত্রীকে সাহায্য করা হয়েছে। |