এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল বসিরহাটের ইটিন্ডায়। সীমান্ত লাগোয়া গ্রাম ঘোজাডাঙার ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য দুষ্কৃতীরা ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। পুলিশ এবং বিএসএফ সূত্রে জানানো হয়েছে, দু’দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে আলোচনা করে অপহৃত ব্যবসায়ীকে ফিরিয়ে আনার এবং দুষ্কৃতীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, ইটিন্ডার ঘোজডাঙায় বিএসএফ ক্যাম্পের পাশে উত্তরপাড়ায় বাড়ি পেঁয়াজ ব্যবসায়ী রাজু মণ্ডলের। বাড়ি থেকে বাংলাদেশের অবদার ভেড়ির দূরত্ব বড়জোর ২০ মিটার। দু’দেশের সীমানার মধ্যে রয়েছে একটি ছোট চাষের জমি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখান দিয়ে অবাধে চোরাকারবার চলে। দু’দেশের সীমানায় কোনও কাঁটাতার না থাকায় প্রায়ই দুষ্কৃতীরা গ্রামে হামলা চালায় বলেও অভিযোগ।
এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ৩-৪ জন যুবক এসে রাজুর খোঁজ করে। রাজু বাড়ি থেকে বেরোতেই দুষ্কৃতীরা তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে ভেড়ি পার করে বাংলাদেশের দিকে নিয়ে যায়। ওই রাতেই বাড়িতে লোক পাঠিয়ে দুষ্কৃতীরা মুক্তিপণের কথা জানায়। গোটা ঘটনাটি জানানো হয় বিএসএফের ঘোজডাঙা ক্যাম্পের ৪৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। রাজুর মা অসীমাদেবী বলেন, “ওই রাতে কিছু বোঝার আগেই ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে ওপারে নিয়ে চলে গেল। ৪ লক্ষ টাকা দিলে ওরা ছেলেকে ছাড়বে বলেছে। কিন্তু এত টাকা কোথায় পাব বুঝতে পারছি না।” প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যবসা নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে রাজুর কোনও বিবাদ থাকতে পারে। তারই জেরে এই অপহরণ কি না খতিয়ে দেখা হচ্ছে। |