নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সানিয়া মির্জার অলিম্পিক দৌড় কঠিন হয়ে দাঁড়াল। লন্ডন যাওয়ার মাত্র মাস তিনেক আগে ভারতের চিরশ্রেষ্ঠ মেয়ে টেনিস প্লেয়ারের সঙ্গে পেশাদার সার্কিটে তাঁর নিয়মিত ডাবলস পার্টনার এলেনা ভেসনিনার গাঁটছড়া ভেঙে গেল।
শুক্রবার হায়দরাবাদ থেকে ফোনে এই অপ্রত্যাশিত খবর দিয়ে সানিয়ার বাবা ইমরান মির্জা বললেন, “পরের সপ্তাহে স্টুটগার্টে সানিয়া খেলবে ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে পার্টনার নিয়ে। তার পরে এস্তোারিল আর মাদ্রিদে খেলবে অস্ট্রেলিয়ার আনাস্তাসিয়া রোডিওনোভাকে নিয়ে। তবে নিয়মিত পার্টনার হিসেবে ওর প্রায় পাকা কথা হয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের বেথানি মাটেকের সঙ্গে। ওদের জুটি রোম থেকে শুরু করে ফরাসি ওপেন সমেত আপাতত উইম্বলডন পর্যম্ত খেলবে।” পাশাপাশি সানিয়ার বাবার আশঙ্কা, সামনের অনেক টুর্নামেন্টে মেয়েকে অনেক পয়েন্ট রক্ষা করতে হবে বলে সানিয়ার পক্ষে ডাবলসের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে নতুন সঙ্গীদের নিয়ে খেলে।
রাশিয়ার ভেসনিনাকে নিয়ে গত ১৫ মাসে সানিয়া দু’টো ডাবলস খেতাব জিতেছেন। ফরাসি ওপেন-সহ তিনটেতে রানার্স। কিন্তু আসন্ন অলিম্পিকে পদকের সম্ভাবনার কথা ভেবে রুশ ফেড কাপ টিমের কোচের পরামর্শে ভেসনিনা সানিয়ার গাঁটছড়া ভেঙে বেরিয়ে এসে নিজের দেশের একতারিনা মাকারোভাকে নিয়ে এখন থেকে ডাবলস খেলবেন। নিয়ম মতো ডাবলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে থাকতে পারলে সেই প্লেয়ার অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা পাবেন। যাঁর সময়সীমা ১১ জুন। সানিয়ার এখন র্যাঙ্কিং ৯। কিন্তু ফরাসি ওপেনে সানিয়াকে ১৪০০ পয়েন্ট রক্ষা করতে হবে। মাদ্রিদ মাস্টার্সেও ডাবলসে গত বছর কোয়ার্টার ফাইনাল খেলায় বেশ কিছু পয়েন্ট রক্ষা করতে হবে তাঁকে। ফলে ওই সব টুর্নামেন্টে গোড়ার দিকে হারলে র্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কা। সেক্ষেত্রে সরাসরি ২০১২ অলিম্পিকে নামার যোগ্যতা হারাবেন। তাকিয়ে থাকতে হবে আন্তর্জাতিক কমিটির ওয়াইল্ড কার্ড মঞ্জুর করার দিকে। এমনিতেই সিঙ্গলসে এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ১৮২-তে থাকা সানিয়ার জন্য এআইটিএ অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের আবেদন করে এখনও ইতিবাচক সাড়া পায়নি। |