আজ মেসি বনাম রোনাল্ডো
সংবাদসংস্থা • বার্সেলোনা |
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দু’দলের দেখা হবে কিনা জানা নেই। তার আগে শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দু’দলই নামছে পুরো দল নিয়ে। লড়াই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। লিগে দু’জনেরই এখন ৪১টা গোল। বার্সেলোনার থেকে রিয়াল মাদ্রিদ এখন চার পয়েন্টে এগিয়ে। তাই দু’দলের কাছেই বার্সার ঘরের মাঠ নৌ কাম্পের এই লড়াই ভীষণ গুরুত্বপূর্ণ। রিয়াল জিতলে বার্সার ধরাছোঁয়ার প্রায় বাইরে চলে যাবে তারা। সরকারি মতে আজ ২১৯তম ‘এল ক্লাসিকো’। বেসরকারি মতে ২৫০তম। এই ম্যাচে চেলসির বিরুদ্ধে খেলা বার্সার প্রথম এগারোয় বদল হতে পারে একটাই। পিকে ফেরত আসছেন ডিফেন্সে। আলেক্সি সাঞ্চেজ সেদিন চোট পেলেও এখন সুস্থ। অন্য দিকে রিয়ালও পাচ্ছে পুরো দল। অনেক দিন থেকেই চোটের জন্য বাইরে থাকা রিকার্ডো কার্ভালহো এবং লাসানা দিয়ারা এই ম্যাচেও বাইরেই থাকছেন। লা লিগার শেষ সাত এল ক্লাসিকোয় হারেনি বার্সা। ছ’টা জিতেছে। নৌ কাম্পে রিয়াল শেষ তিন লিগ ম্যাচে গোল দিতে পারেনি পুওল-পিকেদের টপকে। গত কয়েক মরসুমের বিচারে মেসিরা এগিয়ে থাকলেও এই মরসুমে রিয়াল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুর্দান্ত ফর্মে।
|
নেপাল সফরে মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগের শেষ ম্যাচ খেলার আগে নেপালে খেলতে যাচ্ছে মোহনবাগান। কাঠমাণ্ডুতে ১২ মে তারা খেলবে নেপাল একাদশের সঙ্গে। পর দিনই শিলিগুড়িতে ফিরছে মোহনবাগান। যেখানে লিগের শেষ ম্যাচে তারা প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে ১৪ মে। ওই একই দিনে ইস্টবেঙ্গল যুবভারতীতে শেষ ম্যাচ খেলবে মহমেডানের বিরুদ্ধে।
|
অন্নপূর্ণা শীর্ষ জয় করলেন দুই বাঙালি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার পরে এ বার অন্নপূর্ণা-১ শৃঙ্গ (উচ্চতা ৮,০৯১ মিটার) জয় করলেন মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর (ম্যাক)-এর দুই সদস্য বসন্ত সিংহরায় ও দেবাশিস বিশ্বাস। শুক্রবার সকালে তাঁরা শৃঙ্গে আরোহণ করেন। ২০১০ সালে প্রথম বাঙালি হিসাবে এভারেস্ট জয় করেন তাঁরা, পরের বছর কাঞ্চনজঙ্ঘা। ম্যাক-এর সহ-সভাপতি অশোক রায় বলেন, “এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার পর অন্নপূর্ণা-১ পরবর্তী লক্ষ্য ছিল। বাঙালি হিসেবে ওরাই প্রথম ওই শৃঙ্গ জয় করল।”
|
ইউরোপায় জয়ী স্পোর্টিং, আথলেতিকো |
ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম পর্বে স্পোর্টিং লিসবন হারাল আথলেতিক বিলবাওকে। আথলেতিকো মাদ্রিদ হারাল ভালেন্সিয়াকে। |