গেইল ঝড়ে কাত কিংসরা
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
পুণে ওয়ারিয়র্সের পর এ বার কিংস ইলেভেন পঞ্জাব। ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ের হাত নিষ্কৃতি পেল না প্রীতি জিন্টার টিমও।
প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ২০ ওভারে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কিংস ইলেভেন। কিন্তু গেইল-ঝড়ের মুখে পড়লে যা হয়। মাত্র ৫৬ বলে বিধ্বংসী ৮৭ করে গেলেন ক্যারবিয়ান দৈত্য। ছ’টা বাউন্ডারির সঙ্গে চারটে বিশাল ওভার বাউন্ডারি। গেইলকে ভাল সঙ্গত দিলেন আবার ডে’ভিলিয়ার্স (৩৯ বলে ৫২)। হাতে তিন বলে রেখে ম্যাচ ৫ উইকেটে জিতে নিল বেঙ্গালুরু। ৬ মাচে ৩ জয় নিয়ে বিজয় মাল্যর টিম এখন সাত নম্বরে। আহত অ্যাডাম গিলক্রিস্টের বদলে এ দিন কিংসদের নেতৃত্ব দেন ডেভিড হাসি।
|
আঙুল ঠিক আছে: সচিন
সংবাদসংস্থা • মুম্বই |
সচিন তেন্ডুলকর খুব তাড়াতাড়িই ফিরতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। একটি সংবাদপত্রকে আজ সচিন বলেছেন, “আঙুল এখন ঠিক আছে।” রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামছে মুম্বই। তার আগে আজ নেটে ঘণ্টা দুই অনুশীলন করলেন সচিন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আঙুলে চোট লাগে সচিনের। তার পর আর কোনও ম্যাচে নামেননি তিনি। |