বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সি পি এম |
স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রার্থী দিল না তৃণমূল। ফলে, চন্দননগর লালবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সিপিএম। তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, নির্বাচনের দিনক্ষণ যথাযথ ভাবে তাঁদের জানানো হয়নি। তাই সমস্যা হয়েছে। তবে দলের আর এক অংশের বক্তব্য, ‘গোষ্ঠীদ্বন্দ্বের জেরে’ই এই দশা। প্রশাসন সূত্রের খবর, আগামী ৬ মে ওই স্কুলে ভোট গ্রহণের দিন স্থির হয়েছে। শুক্রবার ছিল মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার দিন। তৃণমূল বা অন্য দল মনোনয়নপত্র তোলেইনি। চন্দননগরের মেয়র তথা তৃণমূল নেতা রাম চক্রবর্তীর বক্তব্য, “নির্বাচনের দিন-ক্ষণ আমাদের যথাযথ জানানোই হয়নি। চোরাগোপ্তা ভাবে গোটা প্রক্রিয়া সারা হয়েছে।” দলের স্থানীয় নেতৃত্বের একাংশ অবশ্য দাবি করেছেন, প্রার্থিপদ দেওয়া নিয়ে দলের অন্দরেই নিয়ে ‘সমস্যা’ ছিল। প্রার্থী দেওয়া যায়নি সে কারণেই। এই স্কুলে শেষ বার পরিচালন সমিতির ভোট হয়েছিল ২০০৮ সালে। ৪-২ ব্যবধানে তৃণমূলকে হারায় সিপিএম। চন্দননগরের প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অমিয় দাস বিদায়ী পরিচালন সমিতির সম্পাদক। তাঁর ‘কটাক্ষ’, “তৃণমূল কর্মীরা এখন উন্নয়নে ব্যস্ত। তাই হয়তো স্কুল-ভোটে মাথা ঘামানোর সময় পাননি!”
|
অপহৃত নাবালিকা উদ্ধার খানাকুলে |
অপহৃত এক নাবালিকাকে উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ। হুগলির খানাকুল থানার হেনাসুন্দরপুর গ্রামের বাসিন্দা অপহরণে অভিযুক্ত যুবক ছোটু সর্দারের বাড়ি থেকেই তাকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রের খবর, গত ১৯ ফেব্রুয়ারি ঘাটাল থানার গঙ্গাপ্রসাদ গ্রামের ওই নাবালিকাকে ছোটু অপহরণ করে বলে অভিযোগ। ঘটনার দিন কয়েক পরই ওই নাবালিকার বাবা ঘাটাল থানায় ছোটুর নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পারে, ওই নাবালিকার সঙ্গে ছোটুর সম্পর্ক তৈরি হয়েছিল। সে কথা জানাজানি হতেই মেয়ের বাড়ি থেকে আপত্তি ওঠে। অভিযোগ, তার পরই পেশায় সোনার কারিগর ছোটু ওই নাবালিকাকে অপহরণ করে। সে মেয়েটিকে নিয়ে মুম্বইও গিয়েছিল বলে পুলিশ জেনেছে। তবে মুম্বই গিয়ে পুলিশ তাদের হদিস পায়নি। শেষমেশ বৃহস্পতিবার ঘাটাল থানার পুলিশ খানাকুল থানার সাহায্যে ছোটুর বাড়ি গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
হ্যানিম্যান-স্মরণে অনুষ্ঠান |
হোমিওপ্যাথি চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৮ তম জন্মদিবস উপলক্ষে সম্প্রতি নানা অনুষ্ঠান হল হুগলির কৈকালায়। সেখানকার ললিতমোহন মিত্র হোমিও সেবায়তনে শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে হ্যানিম্যানকে স্মরণ করা হয়। হরিপাল হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্লাবের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
|
বধূর মৃতদেহ উদ্ধার গোঘাটে |
বৃহস্পতিবার রাতে গোঘাটের শ্যামবাজারের দাসপাড়ায় এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ঝর্না দে (৪৩)। তাঁর দাদা কার্তিক গুঁই পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, বোনের স্বামী জনার্দন দে শারীরিক, মানসিক নির্যাতন চালাত বোনের উপরে। তারই জেরে আত্মঘাতী হয়েছেন ঝর্না। জনার্দন পলাতক বলে জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজ চলছে। দেহ ময়না-তদন্ত হয়েছে।
|
বৃহস্পতিবার রাতে হুগলি জেলার খানাকুলের কেদারপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম রবিন মণ্ডল (২৬)। অসুস্থ অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানেই মারা যান রবিন। পারিবারিক অশান্তির জেরে তিনি বিষপান করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
|
লোহার সরঞ্জামের সঙ্গে লুকিয়ে পিস্তল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হল এক লরিচালক। বৃহস্পতিবার, বালির দু’নম্বর জাতীয় সড়কে বামুনডাঙা এলাকায়। ধৃত বিজয় পাল উত্তরপ্রদেশের বাসিন্দা। তার কাছে একটি নতুন নাইন এম এম পিস্তল মিলেছে। লরিটি আটক করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতর জানায়, বালির একটি পরিবহণ সংস্থার হয়ে লরি চালাত বিজয়। লোহার সরঞ্জাম নিয়ে দিল্লি যাওয়ার পথে বামুনডাঙা আইল্যান্ডের কাছে লরি দাঁড় করিয়ে চালকের কেবিনে সে শুয়েছিল। খবর পেয়ে গোয়েন্দারা তল্লাশি শুরু করেন। গোয়েন্দারা জানান, ছয় চাকার লরিটির নীচে তেলের ট্যাঙ্কের সঙ্গে লোহার রডের বান্ডিলের মধ্যে পিস্তলটি প্লাস্টিকে মুড়ে বাঁধা ছিল। বিজয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। |