মার্কিন সাপ্তাহিক ‘টাইম’-এ চলতি বছরে বিশ্বের ১০০ জন সব চেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানালেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইট করে। এবং তাঁকে অভিনন্দন জানানোর মাধ্যমে জনসংযোগের কাজটিও সেরে ফেললেন।
প্রধানমন্ত্রী হওয়ার বাসনা রয়েছে নরেন্দ্র মোদীর। সেই সূত্রে নিজের সাম্প্রদায়িক তকমা মুছে আঞ্চলিক দলগুলির সমর্থন জোটানোর জন্য অনেক দিন ধরেই তিনি চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি দলের বৈঠকে বা নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের হাজারো অনুনয় সত্ত্বেও তিনি যাননি। অথচ সেই সময় দিল্লিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠকের ফাঁকে জয়ললিতার সঙ্গে দেখা করতে তামিলনাড়ু ভবনে গিয়েছেন।
মমতার সঙ্গেও মোদী অনেক দিন ধরে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়লাভের পরেও মমতাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন মোদী। কিন্তু মমতা সেই ফোন ধরেননি। তার পরেও বিভিন্ন বিষয়ে মমতার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন তিনি। মোদী-ঘনিষ্ঠ স্বর্ণ ব্যবসায়ীরা যখন মমতার কাছে তাঁদের সমস্যা নিয়ে গিয়েছিলেন, সেই সময় গুজরাতের ‘মুখিয়া’র প্রত্যাশা ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাতে আরও সক্রিয় হন। মমতা কেন্দ্রকে সেই ব্যাপারে চিঠিও লিখেছিলেন।
সম্প্রতি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে মমতা উপস্থিত না থাকায় মোদী ঘনিষ্ঠ মহলে আক্ষেপ জানান। আগামী মাসে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠক হবে। এবং এ বিষয়ে মমতার বিরোধিতার অবস্থানকে সমর্থন করার জন্যও মুখিয়ে রয়েছেন মোদী। তা ছাড়া, মোদী-বিরোধী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন মমতার সঙ্গে জোট বেঁধে একটি আঞ্চলিক দলের অক্ষ তৈরির চেষ্টা করছেন, সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রীও পিছিয়ে থাকতে চান না।
বিজেপি সূত্রের মতে, সম্প্রতি সুপ্রিম কোর্টের নিযুক্ত তদন্ত দলের রিপোর্টে গোধরা-পরবর্তী গুলবার্গ সোসাইটি হত্যায় অভিযোগমুক্ত হয়েছেন মোদী। তার পরে নতুন উদ্যমে সক্রিয় হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় তিনি গুজরাতের গণ্ডির বাইরেও জাতীয় স্তরে নিজের প্রাধান্য বজায় রাখতে চাইছেন। ‘টাইম’ পত্রিকার ওই তালিকায় নিজের নামটি অন্তর্ভুক্ত করার জন্যও অনেক চেষ্টা করেছিলেন মোদী। তা বাস্তবায়িত হয়নি। মোদী তাতেও হাল ছাড়তে চাইছেন না। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সামিল হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে এক ঢিলে অনেক পাখি মারারই কৌশল নিচ্ছেন তিনি। |