তেরো বছরের বালককে গুলি করে হত্যার দায়ে এক প্রাক্তন সেনাকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চেন্নাইয়ের আদালত। লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়া বন্দুক দিয়ে খুনের জন্য অস্ত্র আইনেও তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও এক বছরের অতিরিক্ত কারাবাস। শুক্রবার এই শাস্তির পাশাপাশি প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল কান্দাস্বামী রামরাজকে ৬০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। সেই টাকার একটা অংশ নিহত বালক দিলশানের পরিবারকে দেওয়া হবে। শাস্তি ঘোষণার পর দিলশানের মা বলেন, “সুবিচার হয়েছে। আশা করি এই শাস্তি থেকে অন্যরাও শিক্ষা নেবেন।” গত বছরের ৩ জুলাই চেন্নাইয়ের ইন্দিরা গাঁধী নগরের বাসিন্দা দিলশান শহরের আইসল্যান্ড গ্রাউন্ড এলাকার একটি সেনা আবাসনে ঢুকেছিল। আবাসনের বাগান থেকে অ্যামন্ড বাদাম পাড়ার চেষ্টা করলে রামরাজ তাকে গুলি করে। মারা যায় দিলশান। ময়না-তদন্তের রিপোর্টেও দেখা যায় মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে দিলশানের। তদন্তে নেমে সিআইডি ১০ জুলাই প্রাক্তন সেনাকর্তাকে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার করা হয়। আজ শুনানির সময় রামরাজের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। কারণ দিলশানকে খুন করার কোনও উদ্দেশ্যই রামরাজের ছিল না। রায়ের পর রামরাজের আইনজীবী বলেন, “এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।” |