ধানবাদের লয়াবাদ থানা এলাকায় কয়লাখনির নিয়ন্ত্রণ নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে আজ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ বাধে। ছোড়া হয় বোমা, চলে গুলি। তির-ধনুকের লড়াইও বাদ যায়নি। ধানবাদের মহকুমাশাসক জর্জ কুমার জানিয়েছেন, বাসুদেবপুর কয়লাখনি সংলগ্ন এলাকার দখল নিয়েই দুই গোষ্ঠীর এই লড়াই। সংঘর্ষে নিহত হয়েছে এক যুবক। কমবেশি জখম হয়েছে বছর দশেকের এক কিশোরী-সহ বিবদমান দু’গোষ্ঠীর কমপক্ষে ১৫ জন। পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং স্থানীয় কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসা চলছে। পুলিশ লাঠি চালিয়েও পরিস্থিতি আয়ত্তে আনতে না পেরে গুলি চালাতে বাধ্য হয়। |
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ধানবাদে চন্দন পালের তোলা ছবি। |
পুলিশ জানিয়েছে, বিবদমান দুই গোষ্ঠীর পিছনেই মদত আছে ঝাড়খণ্ডের দু’টি আঞ্চলিক রাজনৈতিক দলের। সংঘর্ষের সময় মাথায় গুলি লেগে মারা যায় রাজেশ নিশাদ (২৫) নামে এক যুবক। মহকুমা শাসক জর্জ কুমারের দাবি, পুলিশ যে ক’রাউন্ড গুলি চালিয়েছে তাতে কেউ হতাহত হয়নি।
এ দিন সকাল দশটা নাগাদ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। লাঠি চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পুলিশ গুলি চালায়। ইটপাটকেলে ঘায়ে জখম হয়েছেন দুই পুলিশ কর্মীও। এই ঘটনায় রাত পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। উপদ্রুত এলাকায় বসেছে পুলিশ পিকেট। পুলিশ জানিয়েছে, বন্ধ রাখা রয়েছে বাসুদেবপুর খনির স্বাভাবিক কাজ।
চাইবাসায় তিন নকশাল ধৃত। পশ্চিম সিংভূম জেলার ছোটনাগপুরের জঙ্গল এলাকা থেকে গত কাল ৩০ কেজি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ওই জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে তিন নকশালপন্থী যুবককে। |