টাটা সুমো গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল ভ্রমণ সংস্থার কাছ থেকে। রাস্তায় চালককে খুন করে গাড়িটি ছিনতাইয়ের অপরাধে কর্ণ সরকার নামে এক ব্যক্তি-সহ তিন জনকে শুক্রবার দোষী সাব্যস্ত করেছে আলিপুর আদালত। তারা বিহারের বাসিন্দা। চলন্ত গাড়ি থেকে সুরজিৎ সিংহ ওরফে জিতা নামে ওই চালককে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালায় তারা। আজ, শনিবার দোষীদের সাজা ঘোষণা করা হবে।
সরকারি আইনজীবী নবকুমার ঘোষ জানান, মূল অভিযুক্ত কর্ণ সরকার ওরফে ধীরেন্দ্র ঝা দুর্গাপুর যাওয়ার নাম করে ট্রাভেল এজেন্ট সম্রাট চক্রবর্তীর কাছ থেকে টাটা সুমো গাড়িটি ভাড়া করেছিল। জিতা গাড়িটি চালাচ্ছিলেন। কর্ণ ছাড়াও গাড়িতে আরও কয়েক জন ওঠে। নববাবু জানান, পরের দিন বর্ধমানের কাঁকসায় রাস্তার ধারে ঝোপঝাড়ের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা দেয়।
এ দিকে জিতার খোঁজ না-পাওয়ায় তাঁর মামা গুলাপ সিংহের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু হয় টালিগঞ্জ থানায়। পরে শনাক্ত হয়, ঝোপে পড়ে থাকা দেহটি জিতারই। তদন্তে জানা যায়, ২০০৩ সালের ১৮ মার্চ রাতে কর্ণেরা চলন্ত গাড়ি থেকে জিতাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাড়ি নিয়ে উধাও হয়ে যায়। তাতেই জিতার মৃত্যু হয়। শেষে পুলিশের জালে ধরা পড়ে কর্ণ, অনুপ দাস ও রানা রায় ওরফে বাপি। এই তিন দোষীকে আজ জেল-হাজত থেকে তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে-র এজলাসে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই শাস্তি ঘোষণা করা হবে। |