টুকরো খবর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দু’জনের |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
দু’টি পৃথক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কিশোরী-সহ এক বধূর। বৃহস্পতিবার রাতে রামপুরহাট হাসপাতালে দু’জনেরই মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন নলহাটি থানার বাঁধখালা গ্রামের সালেমা খাতুন (১৫) এবং মাড়গ্রাম থানার কালুহা গ্রামের বধূ কাকলি লেট (২৪)। সালেমা স্থানীয় বাঁধখালা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। পুলিশ জানিয়েছে, কী ভাবে ওই কিশোরী অগ্নিদগ্ধ হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্য একটি ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা কাকলিদেবীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন। মৃতার বাবা সদানন্দ লেটের অভিযোগ, “মেয়েকে জামাই মাঝে-মাঝেই মারধর করত। অত্যাচারে মেয়ে বাড়ি চলে আসত।” তিনি এ ব্যাপারে থানায় লিখিত ভাবে জানিয়েছেন।
|
অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
|
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে দুবরাজপুর থানা এলাকার খণ্ডগ্রামের বাড়ি থেকে শেখ ঝণ্টু ওরফে কামালউদ্দিন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, একটি পাইপগান এবং ২৫টি গুলি ও কার্তুজ পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “পুলিশের খাতায় আগেও ওই অপরাধীর নাম রয়েছে। কোনও অপরাধ সংগঠিত করার জন্যই অস্ত্র জড়ো করা হয়েছিল কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।” |
|