বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যু হল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শিশুর পরিবারের আরও ৪ জন। এ ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার মহেশপুরে। মৃত শিশুর নাম মমতাজুল ওস্তাদ। দেড় বছরের ওই শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে ডেবরা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বুধবার দুপুরে বাড়িতে খাওয়াদাওয়ার পরেই ওই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েন। শুরুতে তাঁরা হাসপাতালে আসেননি। বৃহস্পতিবার দুপুরে তাঁদের ডেবরা হাসপাতালে আনা হয়। যে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের নাম কাশেম ওস্তাদ, মফিজুল ওস্তাদ, আজমিরা খাতুন ও মানোয়ারা বেগম। ডেবরার বিএমওএইচ রজত পাল জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা।
|
খাদ্যে বিষক্রিয়া হওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ২০ জন। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের বিজয়পুর গ্রামের ঘটনা। তাঁদের কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন ওই গ্রামের একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে সকলেই গিয়েছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য কর্তাদের অনুমান, ওই অনুষ্ঠানের খাবার খেয়েই অসুস্থ হয়েছেন তাঁরা। |