বিধায়ক প্রয়াত ভূপেন্দ্রনাথ শেঠের স্মৃতিতে মঙ্গলবার থেকে বনগাঁয় শুরু হয়েছে সারা বাংলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট। স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে বনগাঁ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রঞ্জি খেলোয়াড় সুমিত সোম, সিএবি-র যুগ্ম সচিব বিশ্বরূপ দে। তিনি বলেন, “রাজ্যে ক্রিকেটর মান যাতে আরও উন্নত করা যায়, সে জন্য মহকুমার সঙ্গে সিএবি নিয়মিত যোগাযোগ রাখবে। আগামী ১৯ মে থেকে ২ জুন রাজ্যের ৬৬টি মহকুমায় সিএবি-র পক্ষ থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ১৫ দিনের এক শিবির করা হবে। সেখানে তাকবেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-র কোচ।” |
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১২টি দল যোগ দিয়েছে। উদ্বোধনী ম্যাটে অংশ নেয় কলকাতার সিটি অ্যাথলেটিক ক্লাব ও দুর্গাপুর ক্রিকেট ক্লাব। অন্য দলগুলি হল শিলিগুড়ি অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টার, সৃষ্টি ক্রিকেট অ্যাকাডেমি, বারাসতের সুভাষ ইনস্টিটিউট, পলতার বিশ্বনাথ ক্রিকেট কোচিং সেন্টার, বাসুদেবপুর ক্রিকেট কোচিং সেন্টার, ইউনাইটেড ভদ্রেশ্বর অ্যাথলেটিক কোচিং, দুর্গানগর ক্রিকেট কোচিং সেন্টার, পাল অ্যান্ড চ্যাটার্জি কোচিং সেন্টার এবং বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমির দু’টি দল। বনগাঁ স্টেডিয়াম ছাড়াও প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এবং আরএস মাঠে ম্যাচের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচ আগামী ৬ মে। আয়োজক সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষক নির্মাল্য সেনগুপ্ত বলেন, “এলাকার ক্রিকেটের মানোন্নয়েনর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর ফলে এলাকার খুদে খেলোয়াড়ের বাইরের বিভিন্ন দলের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।”
|
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গ্রাম বাংলায় ফুটবল নিয়ে চালু হল ওয়েবসাইট। উত্তর ২৪ পরগনার বসিরহাটে ফুটবল প্রশিক্ষণের একটি ক্লাব এই ওয়েবসাইট চালু করেছে। জাতীয় ফুটবলার দ্বীপেন্দু বিশ্বাস বসিরহাটের বদরতলায় তাঁর নিজের ক্লাব ‘নিউ বাণী সঙ্ঘ’র খুঁটিনাটি জানার জন্য ওয়েব সাইট চালু করার পরিকল্পনা করেন। সম্প্রতি স্থানীয় কাছারিপাড়ায় ওয়েবসাইটটির উদ্বোধন করেন প্রখ্যাত ফুটবলার ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক দেবজিৎ ঘোষ, অলোক দাস, বাসুদেব মণ্ডল। দ্বীপেন্দু বিশ্বাস বলেন, “এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ক্লাবের ছেলেরা কে কেমন খেলছে, কোথায় কোথায় খেলছে, কতগুলি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।” |