তাঁর ‘অপছন্দে’র সংবাদমাধ্যমের বিরোধিতা যে তিনি বজায় রাখছেন, তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, বৃহস্পতিবার বসিরহাটে এক সরকারি অনুষ্ঠানে তিনি সরাসরি সংবাদমাধ্যমের একাংশর সঙ্গে সরাসরি সিপিএমের ‘যোগসাজসে’র অভিযোগ এনেছেন। সিপিএমের বিরোধিতার প্রসঙ্গেই তিনি সমবেত জনতাকে বলেছেন, “ওদের চ্যানেল দেখবেন না ! ”
সরকারি গ্রন্থাগারে কোন কোন সংবাদপত্র রাখা হবে, তা নিয়ে সরকারি নির্দেশিকার প্রেক্ষিতে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়েছিল। এর আগে বেশ কয়েকবারই সে বিষয়ে তাঁর মনোভাব স্পষ্ট করেছএন মুখ্যমন্ত্রী। তাঁর দলের নেতা -মন্ত্রীদের একাংশও প্রকাশ্যেই মতামত ব্যক্ত করেছেন। যার নির্যাস যে সমস্ত সংবাদমাধ্যম সরকারের সমালোচনা করে, সেগুলি দেখা বা পড়ার প্রয়োজন নেই। সরকারি গ্রন্থাগারগুলিতে রাখতে সংবাদপত্রের তালিকা সহ যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, ঘটনাচক্রে তার সিংহভাগ সংবাদপত্রে সরকারের সমালোচনা বিশেষ জায়গা পায় না। এ দিন মুখ্যমন্ত্রী সিপিএমের কড়া সমালোচনা করে বলেন, “রাজ্যের উন্নয়ন দেখে ওদের মাথা ঘুরে গিয়েছে। এত বড় পরিবর্তন হল। অথচ রাজ্যে খুনোখুনি হয়নি ! ওরা এ সব সহ্য করতে পারছে না। তাই নিজেদের নাক কেটে এখন অন্যের যাত্রা ভঙ্গ করতে আসরে নেমেছে।” এরপরেই মমতা বলেন, “ওদের চ্যানেল দেখবেন না। বারে বারে মিথ্যা কথা প্রচার করায় আপনাদের মাথা ঘুরে যাবে।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী জনতাকে পরামর্শ দেন, “এখন থেকে গানবাজনা শুনুন।” তিনি একটি বিনোদনী চ্যানেল এবং একটি ২৪ ঘন্টার নিউজ চ্যানেলের নামও উল্লেখ করেন। বলেন, “অন্যান্য চ্যানেল দেখুন। অনেক ভাল কাজ করা হচ্ছে। সে সব ওরা দেখায় না। সামান্য দু’একটা খারাপ ঘটনা নিয়েই পড়ে থাকে।” |