টুকরো খবর
তিন বাঙালির অলিম্পিকে যাওয়ার লড়াই
লন্ডন অলিম্পিকে কি শিলিগুড়ির দুই ছেলেমেয়ে, মান্তু ঘোষের দুই ছাত্র ছাত্রী যেতে পারবেন? নাকি পৌলমী ঘটক কঠিন অবস্থা থেকে বাজি জিতবেন? আজ কালের মধ্যেই ছবিটা স্পষ্ট হবে। হংকংয়ে প্রাক অলিম্পিক টিটিতে ভাল খেলেছেন শিলিগুড়ির অঙ্কিতা দাস ও সৌম্যজিৎ ঘোষ। অঙ্কিতা এ দিন অভিজ্ঞ পৌলমী ঘটক ও সামিনীর চেয়ে একটি বেশি ম্যাচ জিতেছেন। পরের রাউন্ডে পৌলমীর তুলনায় সহজ প্রতিপক্ষ পাবেন। শিলিগুড়ির রবীন্দ্র নগরের মেয়ে অঙ্কিতা প্রি অলিম্পিকে গেছেন পাতিয়ালার জাতীয় শিবিরে মৌমা দাসকে হারিয়ে। দেখার ব্যাপার, তিনি লন্ডনে যেতে পারেন কি না। গত তিন বার অলিম্পিকে গেছেন ভারতের তিন মেয়ে। সিডনিতে পৌলমী ঘটক, আথেন্সে মৌমা দাস, বেজিংয়ে নেহা অগ্রবাল। পৌলমীর সামনে চ্যালেঞ্জ, দ্বিতীয়বার অলিম্পিকের টিকিট পাওয়ার। ছেলেদের মধ্যে মান্তুর ছাত্র সৌম্যজিৎ ঘোষের লড়াই শরদ কমল এবং অমল রাজের সঙ্গে। তিন জনেই সব ম্যাচ জিতে পরের রাউন্ডে সহজ প্রতিপক্ষ পাবেন। এ বার ভারতের দু’জন ছেলের অলিম্পিক যাওয়ার সুযোগ। দেখার, শিলিগুড়ির রবীন্দ্রনগরের ছেলে সৌম্যজিৎ সেই মহার্ঘ্য টিকিট পান কি না।

বর্ষসেরা ওডাফা-দিন্দা
প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ও দেশের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট সাইনি উইলসনকে সারা জীবনের স্বীকৃতির পুরস্কার দিচ্ছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। ব্লু চিপ সিএসজিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে টাউন হলে। ২৬ এপ্রিল বিকেলে ওই অনুষ্ঠানে জীবনকৃতি পুরস্কার তুলে দেওয়া হবে দুই সোনা জয়ী প্রাক্তন হকি অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াস ও কেশব দত্তকে। সংবর্ধনা জানানো হবে বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ ঝুলন গোস্বামী, সুনীল ছেত্রী ও রাহুল বন্দ্যোপাধ্যায়কে। ধ্যানচাঁদ ও দ্রোণাচার্য পুরস্কার পাওয়া দুই কোচ সাব্বির আলি এবং কুন্তল রায়কেও জানানো হবে সংবর্ধনা। সাংবাদিকদের ভোটে এ বার বাংলার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওকোলি ওডাফা। তাঁর সঙ্গে লড়াই ছিল টোলগে ওজবের। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স হিসাবে গোল করার নিরিখে শেষ পর্যন্ত ওডাফাকেই বেছে নেওয়া হয়। সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অশোক দিন্দা। টেবল টেনিসের পৌলমী ঘটক এবং ব্যাডমিন্টনের ঋতুপর্ণা দাস সেরা নির্বাচিত হয়েছেন ভোটে। অন্য খেলায় সেরা হলেন আশা রায় (অ্যাথলেটিক্স), রমনদীপ সিংহ (হকি) সুপ্রিয় মণ্ডল (সাঁতার), অনুশ্রী ঘোষ (ভলিবল), আজিজুল মণ্ডল (কবাডি), শিবিকা বর্মন (টেনিস), দীপ্তায়ন ঘোষ (দাবা)। সর্বভারতীয় ক্ষেত্রে সেরা সিনিয়র ও জুনিয়র তারকা নির্বাচিত হয়েছেন টেবল টেনিসের অ্যান্টনি অমলরাজ ও সৌম্যজিৎ ঘোষ। শুক্রবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে সেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেন স্পনসর ব্লু চিপের প্রধান ঋত্বিক দাস। তিনি বলেন, “তিন বছরের জন্য যুক্ত হয়েছি এই অনুষ্ঠানের সঙ্গে।”

যুবভারতীতে ড্র চার্চিলের
যুবভারতীতে আই লিগে পৈলান অ্যারোজের বিরুদ্ধে পুরো শক্তির দল নামিয়েও গোলশূন্য ড্র করল চার্চিল ব্রাদার্স। বরং পৈলান সুযোগ পেল চার্চিলের থেকেও বেশি। চার্চিলের ডেঞ্জিল ফ্রাঙ্কো পৈলানের মালসাওয়াম ফেলাকে চড় মেরে হলুদ কার্ড দেখেন। মিনিট দশেক বাকি থাকতে চার্চিলের স্টপার নবীন সুধাকরন বক্সের ভিতর ফেলে দিয়েছিলেন অলউইন জর্জকে। পৈলানের পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি। এখন আই লিগ তালিকা যে রকম তাতে ডেম্পোর চ্যাম্পিয়ন হতে দু’ম্যাচ থেকে দরকার এক পয়েন্ট। এখন লড়াই রানার্স হয়ে এএফসি কাপের ছাড়পত্র জোগাড় করার। এ দিনের ড্রয়ে চার্চিলের রানার্স (২৫ ম্যাচে ৪৫) হওয়ার সম্ভাবনাও কমে গেল। তারা এখন তিনে। পুণে এফসি (২৫ ম্যাচে ৪৬) এখন দু’নম্বরে থাকলেও তারাও শেষ পর্যন্ত দুইয়ে থাকতে পারবে কিনা তা নির্ভর করছে ইস্টবেঙ্গলের উপর। টোলগেদের ২৩ ম্যাচে ৪৪। দু’টি ম্যাচ জিতলেও তারা রানার্স। শহরের আর এক প্রধান মোহনবাগান (২৫ ম্যাচে ৪৪) এখন চার নম্বরে। প্রয়াগ ইউনাইটেডেরও (২৫ ম্যাচে ৪২) প্রথম চারে থাকার সম্ভাবনা প্রায় নেই।

ক্রিকেট প্রতিযোগিতা
পূর্বাঞ্চল দিন রাতের ক্রিকেট প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়ির ঘোঘোমালি হাই স্কুলের মাঠে। ২২-২৮ এপ্রিল প্রতিযোগিতা হবে। অসম, বিহার, ঝাড়খণ্ড এবং এই রাজ্যের কলকাতা, শিলিগুড়ি এবং ডুয়ার্সের আলিপুরদুয়ার থেকে ১০টি দল অংশ নেবে। শিলিগুড়ি ক্রিকেট কোচিং সেন্টার, শিলিগুড়ি পুরসভার ৩৬ এবং ৩৭ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ওই প্রতিযোগিতা হচ্ছে। আয়োজক কমিটির আহ্বায়ক তথা ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা জানান, ২২ এপ্রিল বিকেলে উদ্বোধন হবে। প্রতিদিন খেলা হবে বিকেল সাড়ে ৫টা থেকে। যোগদানকারী দলগুলি হল, ঝড়খণ্ডের গ্যালাক্সি ক্রিকেট অ্যাকাডেমি, ক্রিকেট অ্যাকাডেমি অব বিহার, অসমের তেজপুর ভুবন দাওকা ক্রিকেট কোচিং সেন্টার, কলকাতার সিঁথি রায়পাড়া ক্রিকেট কোচিং সেন্টার, কলকাতা স্পোটির্ং ইউনিয়ন, রসা ইউনাইটেড ক্লাব, আলিপুরদুয়ারের ডুয়ার্স ক্রিকেট অ্যাকাডেমি, শিলিগুড়ির শুভজিৎ মিত্র মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার, বাঘা যতীন ক্রিকেট কোচিং সেন্টার, শিলিগুড়ি ক্রিকেট কোচিং।

বোমাবাজির মধ্যে ফোর্স ইন্ডিয়া কর্মীরা
বাহরিনের রাজপথে সহারা ফোর্স ইন্ডিয়ার চার কর্মীর গাড়ির কাছে ফাটল পেট্রোল বোমা। সাখির সার্কিট থেকে ভাড়ার গাড়িতে টিম হোটেলে ফিরছিলেন তাঁরা। বুধবার রাতের ওই ঘটনায় কেউ আহত হননি। কিন্তু হিংসা দীর্ণ খাঁড়ি রাষ্ট্রে ফর্মুলা ওয়ান রেস আয়োজনের যৌক্তিকতা নিয়ের নতুন করে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। বাহরিন প্রশাসন কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করলেও গত রাতের ঘটনার পর স্তস্তিতে নেই টিমগুলি। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তারা জানিয়ে দিয়েছে, রেস নির্ধারিত সূচি মেনেই চলবে। বাহরিন আন্তর্জাতিক সার্কিটের চেয়ারম্যান জায়েদ আর আলজায়ানিও বলেছেন, “ওটা বিচ্ছিন্ন ঘটনা। বিক্ষোভকারীরা ফোর্স ইন্ডিয়ার গাড়ি আক্রমণ করেনি। গাড়িটা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যায়।”

ইস্টবেঙ্গলের বিদায়, প্রয়াগ মূলপর্বে
অনূর্ধ্ব ২০ আই লিগের মূল পর্বে উঠল প্রয়াগ ইউনাইটেড। ইস্টবেঙ্গলকে হারানোর পর মোহনবাগানকে হারিয়ে দিল তারা। রবিবার কল্যাণীতে গ্রুপ লিগের খেলায় প্রয়াগ ১-০ হারাল মোহনবাগানকে। গোল করেন জগন্নাথ ওঁরাও। প্রয়াগ প্রথম দল হিসাবে মূলপর্বে যাওয়া নিশ্চিত করে ফেললেও দ্বিতীয় দল হিসাবে হারিয়ে যাবে তা এখনও নিশ্চিত নয়। ইস্টবেঙ্গল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় লড়াই মোহনবাগান এবং লাজংয়ের মধ্যে। মোহনবাগান যদি ইস্টবেঙ্গলকে হারায় তা হলে মূল পর্বে চলে যাবে।

জঙ্গল মহলের মেয়েরা জেতাল
মেয়েদের কলকাতা লিগে বৃহস্পতিবার সরোজিনী নাইডু ক্লাব ৬-০ হারাল রামপুরকে। সরোজিনীর ২৯ জন ফুটবলারই জঙ্গলমহলের। ক্লাবের কোচ রত্না নন্দী বললেন, “জঙ্গলমহলের মেয়েদের এখানে এনে প্রশিক্ষণ দিয়ে টিম তৈরি করেছি। ভাবিনি মেয়েরা এতটা ভাল খেলবে।” রত্নার স্বামী প্রখ্যাত ফুটবল কোচ রঘু নন্দী জঙ্গলমহল থেকে ফুটবলার তুলে এনে কলকাতার বিভিন্ন লিগের টিমে খেলানোর চেষ্টা চালাচ্ছেন। সেই লক্ষ্যে আজ শুক্রবার রঘু যাচ্ছেন সতপাটি নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে ট্রায়াল নিতে।

কিক বক্সিং
রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতার আসর বসছে কোচবিহারে। ২১ এপ্রিল থেকে দু’দিন ব্যাপী প্রতিযোগিতা চলবে। রাজ্য কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কোচবিহার কিক বক্সিং অ্যাসোসিয়েশন এর আয়োজন করছে। জলপাইগুড়ি ও শিলিগুড়ির বেশ কিছু প্রতিযোগী অংশ নেবেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.