টুকরো খবর |
ভোটে টাকার খেলা, দুর্নীতি রুখতে মানুষের সাহায্য চায় কমিশন |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ভোটে টাকার খেলা রুখতে নির্বাচনের কমিশনের নির্দেশে আয়কর দফতর সাধারণ মানুষের সহায়তা চাইলেন। সাধারণ মানুষ যাতে নিজেদের পরিচয় গোপন রেখেই এই সংক্রান্ত তথ্য আয়কর দফতরকে দিতে পারেন তার জন্য একটি বিশেষ টোল ফ্রি টেলিফোন নম্বরের ব্যবস্থা করেছে রাঁচির আয়কর দফতর। ঝাড়খণ্ডে রাজ্যসভার দু’টি আসনের নির্বাচনকে ঘিরেই এই সতর্কতা নেওয়া হয়েছে। রাঁচির আয়কর দফতর থেকে জানানো হয়েছে, তাঁদের নিজেদের নজরদারি তো থাকছেই। পাশাপাশি, এই ব্যাপারে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন। আর নাগরিকদের সহযোগিতা করার সুযোগ করে দিতেই রাঁচির আয়কর দফতরে চালু করা হয়েছে একটি টোল ফ্রি টেলিফোন লাইন। আসন্ন ভোটে লেনদেন সংক্রান্ত সন্দেহজনক কোনও ঘটনার সামান্যতম কোনও ইঙ্গিত পেলেও যাতে সাধারণ নাগরিকরা সরাসরি তা আয়কর দফতরকে জানাতে পারেন। দফতর সূত্রের খবর, আয়করের নজরদারি জারি রাখা হয়েছে ঝাড়খণ্ডের প্রথম সারির সমস্ত হোটেল, বাগান বাড়ি, এমন কী হাওলা এজেন্ট এবং ক্যুরিয়ার সার্ভিসের উপরেও। সতর্কতামূলক নজরদারি চালানো হচ্ছে বেশ কয়েক জন বিধায়কের গতিবিধির উপরেও। ভোট কেনাবেচার অভিযোগে ঝাড়খণ্ডে গত ৩০ মার্চের রাজ্যসভা নির্বাচন বাতিল করা হয়। বাতিল হওয়া ওই দুই আসনের পুনর্নির্বাচন হচ্ছে আগামী ৩ মে। পুনর্নির্বাচনে টাকার খেলা আটকাতে এ বার নির্বাচন কমিশনের নির্দেশে আগাম নজরদারি চালু করেছে আয়কর দফতর।
|
সংবাদমাধ্যমের নিন্দায় এ বার সিপিএমও |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
একা মমতা বন্দ্যোপাধ্যায় নন। সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাঁর সরকারের কাজ নিয়ে কিছু সংবাদমাধ্যম লিখবে না। তাই রাজ্য সরকারকেই নিজের প্রচার করতে হবে। একই পথে হেঁটে এ বার সিপিএম-ও অভিযোগ তুলেছে, কোঝিকোড়ে দলের পার্টি কংগ্রেসের আলোচনা নিয়ে সংবাদমাধ্যমে ‘অপপ্রচার’ চালানো হয়েছে। দলের ইংরেজি মুখপত্রের সম্পাদকীয়তে সীতারাম ইয়েচুরি অভিযোগ তুলেছেন সংবাদমাধ্যম হয় মার্কসবাদী-লেনিনবাদী আদর্শের নিন্দা করেছে, অথবা সিপিএম এখনও ভারতের বাস্তব পরিস্থিতি বুঝতে অপারগ বলে অপপ্রচার চালিয়েছে। আন্তর্জাতিক পুঁজিপতিদের খুশি করতেই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অপপ্রচার কি না, সে প্রশ্ন তুলেছেন ইয়েচুরি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছেন বলে অভিযোগ তুলছে সিপিএম। কিন্তু জাতীয় স্তরে সিপিএম-ও সংবাদমাধ্যমকেই আক্রমণ করেছে। দলের অভিযোগ, সিপিএম আর্থিক উদারীকরণের সঙ্গে আপস করছে না বলে ‘কমিউনিস্ট’ থেকে ‘সোশ্যাল ডেমোক্র্যাট’-এ রূপান্তরিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ইয়েচুরির যুক্তি, আজ সংবাদমাধ্যম যে বাক্স্বাধীনতা ভোগ করছে, তা ১৯৭৭ সালে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ফল। সেই লড়াইয়ে সিপিএম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সিপিএমের দাবি, পার্টি কংগ্রেসে যে সব সিদ্ধান্ত হয়েছে, তা আরও দ্রুত ‘জনগণতান্ত্রিক বিপ্লব’ ঘটাবে। সেই আশঙ্কাতে সংবাদমাধ্যমের এমন প্রতিক্রিয়া।
|
ছয় মণিপুরিকে অপহরণ নাগা গ্রামবাসীদের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সীমা বিবাদের জেরে মণিপুরে ছ’জনকে অপহরণ করা হল। ঘটনাটি ঘটেছে উখরুল জেলায়। পুলিশ জানিয়েছে, জেসেমি গ্রামের বাসিন্দাদের সঙ্গে পাশ্ববর্তী নাগাল্যান্ডের ফেক জেলার মেল্লুরি গ্রামের বিবাদ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, গত রাতে নাগা গ্রামবাসীরা ছয় মণিপুরবাসীকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, প্রায় চারশো নাগা গ্রামবাসী রাইফেল, লাঠি, কুড়ুল-সহ গ্রামে চড়াও হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন। বিষয়টি নাগাল্যান্ডের মুখ্য সচিবকে জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্য দিকে, চূড়চাঁদপুরের সিংঘাত থানা এলাকায়, পিএলএ সংগঠন ও আসাম রাইফেল্সএর মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। জঙ্গিরা সেচ দফতরের এক ইঞ্জিনিয়রের বাড়িতে গ্রেনেড ছোড়ে। দু’টি ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অন্য একটি পৃথক ঘটনায় নামপিসা হেলিপ্যাডে কর্মরত আসাম রাইফেল্স-এর এক জওয়ান নিজের রাইফেলের গুলিতেই জখম হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত জওয়ান হরিপদ দেবনাথের বাড়ি পশ্চিম ত্রিপুরার মহেশপুরে।
|
প্রধানমন্ত্রীর অসম সফরের আগে দু’টি বিস্ফোরণ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি ও শিলচর |
আগামী কাল প্রধানমন্ত্রীর সফরের আগে দু’টি বিস্ফোরণ ঘটল অসমে। প্রথম বিস্ফোরণটি ঘটে যোরহাটের বিদ্যুৎকেন্দ্রে। দ্বিতীয়টি ঘটে শিবসাগরের কাছে রেল লাইনে। রেলমন্ত্রী মুকুল রায় জানিয়েছেন, অসমে যাত্রিবাহী ট্রেনের আগে পাইলট ইঞ্জিন চালানো হয়। শিবসাগরে পাইলট ইঞ্জিন যাওয়ার পরেই বিস্ফোরণ হয়। বেঁচে যায় একটি ট্রেন। দু’টি বিস্ফোরণই আলফা জঙ্গিরা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। তবে বিস্ফোরণে কারও হতাহত হওয়ার খবর নেই।
তিনসুকিয়ায় বাস টার্মিনাসে গ্রেনেড উদ্ধারের পর আজ সকালে বিজনির কাছে রেললাইনে মিলেছে তাজা বোমা। বিস্ফোরণ ঘটলে বড় রকমের বিপত্তি ঘটতে পারত। স্থানীয় বাসিন্দারাই রেল লাইনের পাশে বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ডাকা হয় সেনাবাহিনীকেও। প্রধানমন্ত্রীর সফর বানচাল করতে আলফার পরেশ অনুগামী গোষ্ঠী ১২ ঘণ্টার বন্ধ ডেকেই ক্ষান্ত হয়নি। একের পর এক নাশকতা ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। সরকার হুমকিকে পাত্তা না দিলেও রেল ঝুঁকি নিতে নারাজ। উত্তর-পূর্ব সীমান্ত রেল ৮ জোড়া ট্রেন বাতিল করেছে। সময় বদল হয়েছে চারটি ট্রেনের। আগামী কাল দিসপুর প্যারেড সচিবালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
|
মুম্বইয়ে ভিড় ট্রেন থেকে পড়ে মৃত ৩, জখম ১৫ |
সংবাদসংস্থা • মুম্বই |
ট্রেন চলাচলে গোলমাল চলছিল গত কাল থেকেই। পাল্লা দিয়ে বাড়ছিল ভিড়। আর সেই ভিড়ের চাপেই আজ মুম্বই সেন্ট্রাল লাইনে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তিন যাত্রীর। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার রাতে কুরলা এবং বিদ্যাবিহার স্টেশনের মাঝে সিগন্যাল কেবিনে অগ্নিকাণ্ডের জেরে বড়সড় ক্ষতি হয় সিগন্যাল ব্যবস্থায়। যার জেরে বুধবার থেকে ব্যাহত হয়ে পড়ে রেল চলাচল। বৃহস্পতিবারও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ট্রেন দেরিতে চলায় ভিড়ও বাড়তে থাকে। পুলিশ জানিয়েছে, আজ নাহুর আর ভাণ্ডুপ স্টেশনের মাঝে চলন্ত ট্রেনের দরজায় প্রায় ঝুলতে থাকা কয়েক জন যাত্রীর সঙ্গে ধাক্কা লাগে লাইনের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। ট্রেনের বাইরে জানলা ধরেও ঝুলছিলেন অনেকে। পড়ে যান কয়েক জন। ১৫ জন হাসপাতালে ভর্তি। রেলমন্ত্রী মুকুল রায় জানান, মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “ভিড়ের জন্যই দুর্ঘটনা ঘটেছে।”
|
তিন সন্তান নিয়ে আত্মঘাতী মা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিষ খেয়ে মা-সহ তিন সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ছাপড়া জেলার বানিয়াপুর থানার কারা গ্রামে। মৃতদের নাম হীরামতী দেবী (৪২), প্রীতি কুমারী (৮), অভিষেক (৪) এবং দেড় বছরের জ্যোতি কুমারী। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছয় বছরের গুড়িয়া। পুলিশ জানিয়েছে, হীরামতির স্বামী ঈশ্বর মাহাত ১২ বছর ধরে মুম্বইয়ে কাজ করে। ওই দিন টেলিফোনে স্বামীর সঙ্গে হীরামতীর ঝগড়া হয়। তারপরেই এই ঘটনা বলে পুলিশের অনুমান। থানার ওসি বলেন, “পারিবারিক কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।”
|
দু’টি সড়ক দুর্ঘটনায় মৃত তিন, জখম ১০ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
সীতামঢ়ী ও বেগুসরাই জেলায় দু’টি পৃথক দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জন। পুলিশ জানিয়েছে, সীতামঢ়ী জেলার সদর থানার পোলবা এলাকায় বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ বরযাত্রীদের একটি গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুব্রত মাহাত (৫০) এবং রামখিলান (৩৫) নামে দুই যাত্রীর। জখম ছয় যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুর্ঘটনাটি ঘটে বহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ, বেগুসরাই জেলার সাহেবপুরকামাল থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। বরযাত্রীদের এই গাড়িটির সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মৃত্যু হয় দীনেশ্বর মণ্ডল (৬০) নামে এক যাত্রীর। বাকি ৫ যাত্রী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
|
আগুনে ছাই ৪০ বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ট্রান্সফরমার ফেটে গিয়ে প্রায় ৪০টি ঘর আগুনে ছাই হয়ে গেল। বৃহস্পতিবার মুজফফ্পুরের সরাইয়া থানা এলাকার হরিহরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার ৩ ঘণ্টা পড়েও দমকলের গাড়ি পৌঁছতে পারেনি। কারণ গিজাসপুর এলাকার অপর এক জায়গায় আগুন লাগায় স্থানীয় বাসিন্দারা দমকলের গাড়ি আটকে দেয়। ফলে সব ক’টি ঘরই পুড়ে গিয়েছে। সরাইয়া থানার কাঞ্চন দাস বলেন, “বারবার দমকলে ডাকলেও কিছুই করতে পারেনি।”
|
৩ দিন পরে উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
দুর্ঘটনার প্রায় ৭৬ ঘণ্টা পরে জালন্ধরে ধসে যাওয়া কারখানার ধ্বংসস্তুপ থেকে নীতেশ নামে ১৮ বছরের একটি ছেলেকে উদ্ধার করা হল জীবিত অবস্থায়। তিনি বিহারের বাসিন্দা। জালন্ধরে কাজ করতে যান। ওই কারখানা ভেঙে রবিবার বিহারের পূর্ণিয়ার তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল। |
|