মোবাইল রিচার্জে বাড়ছে প্রসেসিং ফি |
মোবাইল পরিষেবা সংস্থাগুলির বহু দিনের দাবি মেনে রিচার্জ কুপনের উপর প্রসেসিং ফি বাড়ানোর সিদ্ধান্ত নিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। এর ফলে ২০ টাকা ও তার বেশি দামের টপ-আপ ভাউচার বা রিচার্জ কুপনের ক্ষেত্রে ওই ফি ৩ টাকা পর্যন্ত নিতে পারবে সংস্থাগুলি। আগে যা ছিল ২ টাকা। তবে, ২০ টাকার কম দামের কুপনে ফি একই থাকছে বলে জানিয়েছে ট্রাই। পাশাপাশি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রতিটি সংস্থাকে অন্তত ১০ টাকার রিচার্জ কুপন চালু করতেও নির্দেশ দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক। ফলে যে সব মোবাইল পরিষেবা সংস্থা এখন ২০ টাকার কমে রিচার্জ করে না, আগামী দিনে তাদেরও আনতে হবে ১০ টাকার কুপন। সংশ্লিষ্ট মহলের মতে, প্রসেসিং ফি বৃদ্ধির ফলে কথা বলার খরচ বাড়বে ৯০ শতাংশেরও বেশি প্রিপেড গ্রাহকের।
|
উৎপাদন শুল্ক -সহ সোনায় চাপানো কর প্রস্তাবগুলি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী। অথচ চূড়ান্ত সিদ্ধান্তের আগেই উৎপাদন শুল্ক বিভাগ গয়না ব্যবসায়ীদের নথিভুক্ত হওয়ার চিঠি পাঠাতে শুরু করেছে বলে অভিযোগ স্বর্ণশিল্প বাঁচাও কমিটির। এর কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, “এ মাসেই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করি। তখন বলা হয়, সংসদে সিদ্ধান্ত হওয়ার আগে নথিভুক্তির দরকার নেই। সেই মতো ধর্মঘটও তুলে নিই। অথচ কিছু রাজ্যে নথিভুক্তির চিঠি পাঠানো শুরু হয়েছে।” কর প্রস্তাবের বিরোধিতায় আবার ২১ এপ্রিল স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা বিক্ষোভ সমাবেশ করবেন বৌবাজারে। প্রস্তাবগুলি না-তুললে ফের লাগাতার ধর্মঘটেরও হুমকি দিয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি ও বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি।
|
গত অর্থবর্ষে ভারতের রফতানি ছুঁল ৩০,৩৭০ কোটি ডলার। আর আমদানি ৪৮,৯০০ কোটি। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়াল ১৮,৫৩০ কোটি ডলারে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। |