আইডিবিআই ব্যাঙ্কের পর বৃহস্পতিবার সুদ কমানোর রাস্তায় হাঁটল আরও দুই ব্যাঙ্ক। এরা হল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্যাঙ্কিং মহলের ধারণা, রিজার্ভ ব্যাঙ্ক সুদ হ্রাসের পথ প্রশস্ত করার পর এ বার এই একই পদক্ষেপ করবে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক-সহ আরও অনেকেই।
আইসিআইসিআই ব্যাঙ্ক ঋণ এবং মেয়াদি আমানত, দু’টি ক্ষেত্রেই সুদ কমাচ্ছে ২৫ বেসিস পয়েন্ট করে। সংস্থার বেস রেট এসে দাঁড়াচ্ছে ৯.৭৫ শতাংশে। একই হারে কমছে প্রাইম লেন্ডিং রেট এবং ফ্লোটিং রেফারেন্স রেটও। এই দু’টি হবে যথাক্রমে ১৮.৫০ ও ১৫.৫০%। নতুন হার আগামী ২৩ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
অন্য দিকে, বেস রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১০.৫০% করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। পাশপাশি মেয়াদি আমানতে সুদের হারও ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে তারা। তবে তা মূলত কমানো হয়েছে এক কোটি টাকার কম আমানতের ক্ষেত্রেই। সংশোধিত হার ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ দিকে, ব্যাঙ্কে সুদের হার কমতে থাকায় বাড়তে শুরু করেছে গাড়ি সংস্থার শেয়ারের চাহিদা। তার সঙ্গে তাল রেখে দ্রুত বাড়ছে ওই সব সংস্থার শেয়ারের দামও। যেমন, বৃহস্পতিবার টাটা মোটরসের শেয়ারের দাম এক সময়ে ৩.১৫ শতাংশ বেড়ে ৩২০ টাকায় গিয়ে ঠেকে। বাজার বন্ধের সময় অবশ্য তা সামান্য কিছু কমে এসে দাঁড়ায় ৩১৯.৩৫ টাকায়। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে গাড়ি সংস্থাগুলির শেয়ার সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমানোর পর টানা বেড়ে চলেছে শেয়ার সূচক। বৃহস্পতিবারও সেনসেক্স বেড়েছে ১১১.৩২ অঙ্ক। বাজার বন্ধের সময় তা এসে থিতু হয় ১৭,৫০৩.৭১ অঙ্কে।
তবে এই দিন টাকার দাম কমে গিয়েছে অনেকটাই। ডলারের সাপেক্ষে তার দাম কমেছে ৩৭ পয়সা। ফলে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৫২.১৫/১৬ টাকা। বাজার সূত্রের খবর, গত তিন মাসের মধ্যে টাকার দাম এতটা নীচে নামেনি। |