রোগিণীর মৃত্যুতে গাফিলতির নালিশ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক রোগিনীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতার নাম সুরমা পাত্র (৪৪)। মৃতার ছেলে বাপি পাত্র জানান, বর্ধমানের আউশগ্রাম থানার দীননাথপুরের বাসিন্দা সুরমাদেবী ব্লাড সুগারে ভুগছিলেন। তিনি বীরভূমের সিয়ান হাসপাতালে ভর্তি ছিলেন। মাথায় একটি স্ক্যান করানোর জন্য তাঁকে বুধবার অ্যাম্বুল্যান্সে করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, অ্যাম্বুলেন্সে স্যালাইন ও অক্সিজেন চললেও বর্ধমান মেডিক্যালে তা খুলে দেওয়া হয়। সেই অবস্থাতেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। এর পরে রাত পৌনে ৮টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল।বাপিবাবুর আরও অভিযোগ, বহু বার অনুরোধ করা সত্ত্বেও যে চিকিৎসক সুরমাদেবীর অক্সিজেন মাস্ক ও স্যালাইন খুলেছিলেন হাসপাতালের তরফে তাঁর নাম জানানো হয়নি। তিনি বলেন, “বর্ধমান থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছি।”হাসপাতাল সূত্রের দাবি, ওই রোগিনীর মৃত্যুর পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। হাসপাতালের ডেপুটি সুপার তাপস ঘোষ বলেন, “এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃতের আত্মীয়রা কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।”
|
দুর্গম অঞ্চলে ডাক্তারি, বহাল বাড়তি নম্বর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের যে-সব চিকিৎসক দুর্গম ও উপদ্রুত এলাকার হাসপাতালে তিন বছর কাজ করছেন, স্নাতকোত্তর স্তরে ডিগ্রি বা ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় তাঁদের বাড়তি ৩০ নম্বর দেওয়া হবে। রাজ্যের এই নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মেডিক্যাল কাউন্সিলের নির্দেশিকা অনুসারেই রাজ্য মেডিক্যালের উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছিল। দুর্গম ও উপদ্রুত এলাকার হাসপাতালে কাজ করার জন্য চিকিৎসকদের উৎসাহ দিতে এই সিদ্ধান্ত বলে রাজ্যের তরফে হাইকোর্টে জানানো হয়। বেশ কয়েক জন চিকিৎসক এই নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য ছিল, দুর্গম ও উপদ্রুত এলাকার তালিকাই যথাযথ নয়। যে-সব হাসপাতালকে ওই তালিকায় রাখা হয়েছে, তার কয়েকটি আদৌ দুর্গম এলাকায় অবস্থিত নয়। আবার প্রকৃত দুর্গম এলাকার অনেক হাসপাতালই ওই তালিকায় ঠাঁই পায়নি। ওই সব চিকিৎসকের তরফে একাধিক মামলা করা হয়। বিচারপতি তপেন সেন বুধবার সেই মামলাতেই রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখেন। বিভিন্ন চিকিৎসকের দায়ের করা মামলা খারিজ করেন তিনি।
|
এক কিশোরীকে ভর্তি না নেওয়ায় দুর্গাপুরে ইএসআই হাসপাতালের দরজার কাচ ভাঙার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। কিশোরীর নাম সোমা সিংহ।
|
|
ওষুধের উপরে সমস্ত ধরনের কর প্রত্যাহার করার দাবি-সহ ৯ দফা দাবিতে বাঁকুড়া
ও পুরুলিয়ায় প্রশাসনের আধিকারিকদের কাছে স্মারকলিপি দিল ‘বেঙ্গল কেমিষ্ট অ্যান্ড
ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশন’। ওষুধের উপর থেকে সমস্ত ধরনের কর তুলে নেওয়ার
পাশাপাশি ওষুধের উপরে সরকারি নিয়ন্ত্রণেরর দাবি জানানো হয়।
বুধবার বাঁকুড়ায় ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ। |
|
|
ওষুধের উপরে সমস্ত ধরনের কর প্রত্যাহার করা-সহ নানা দাবিতে
বুধবার জেলার বিভিন্ন জায়গায় মিছিল হয়। ছবি: অনির্বাণ সেন। |
|