পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মৃত্যু হল অ্যাম্বুল্যান্স আরোহী দু’জনের। জখম হয়েছেন দু’জন। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুরের কাছে দিল্লি রোডে। মৃত প্রভুনাথ চৌধুরী (৪৫) ও তাঁর ভগ্নিপতি রামলাল চৌধুরী (৪৮) ভদ্রেশ্বরের বাসিন্দা। আহত অবস্থায় প্রভুনাথবাবুর স্ত্রী সীতাদেবী ও ছেলে প্রেমকুমারকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ সীতাদেবীর চিকিৎসা চলছিল ভদ্রেশ্বর গৌরহাটির ইএসআই হাসপাতালে। এ দিন দুপুরে কিছু শারীরিক পরীক্ষার জন্য সীতাদেবীকে একটি অ্যাম্বুল্যান্সে করে ওই তিন জন কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। ফেরার পথে দুর্ঘটনা। ট্রাকটি প্রথমে একটি গাড়ি, তার পরে অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে। অ্যাম্বুল্যান্সটি উল্টে যায়। আহত অবস্থায় সকলকে ওয়ালশ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা প্রভুনাথবাবু এবং তাঁর ভগ্নিপতিকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |
দুই মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মঙ্গলবার রাতে দু’টি বিচ্ছিন্ন ঘটনায় দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আরামবাগের মুথাডাঙায় আরতি কর্মকার নামে বছর সত্তরের এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন মানসিক ভারসীম্যহীন ওই মহিলা। মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি। মনসা দলুই (৩০) নামে গোঘাটের এক মহিলা পারিবারিক অশান্তির জেরে বিষপান করে হাসপাতালে ভর্তি হন। রাতেই মারা যান তিনি। |
স্ত্রীকে খুনে অভিযুক্ত যুবক
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
সাংসারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে খানাকুলের শাবলসিংহপুর গ্রামের দক্ষিণপাড়ার ঘটনা। নিহতের নাম মাসকুরা বেগম (২৪)। পুলিশ জানায়, মাসকুরার স্বামী, অভিযুক্ত শেখ মাইদার আলি ওরফে লাল পলাতক। মাসকুরার বাপেরবাড়ির লোকজন ওই অভিযোগ দায়ের করেন থানায়। আত্মীয় এবং প্রতিবেশীদের কাছে মাসকুরার পাঁচ বছরের মেয়ে নার্গিস পারভিন জানিয়েছে, সে মায়ের গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে টানতে দেখেছে বাবাকে। পরে সে ঘুমিয়ে পড়ে। পুলিশ দেহটি উদ্ধার করে। |
পাতকুয়ো কাটতে গিয়ে ২০ ফুট নীচে পড়ে মৃত দুই ঠিকাকর্মীর দেহ মিলেছিল আগেই। নিখোঁজ ছিলেন পাপ্পু সিংহ নামে আর এক জন। বুধবার তাঁরও দেহ মিলল ওই কুয়োতে। পুলিশ জানায়, মঙ্গলবার বালিতে ওই ঘটনায় পাঁচ কর্মীর মধ্যে দু’জন পড়ে মারা যান ও বাকিরা পালায় বলে প্রথমে জানা গিয়েছিল। দমকলকর্মীরা ওই দিন দু’জনকে উদ্ধার করেন। কিন্তু আর কারও দেহ আছে কি না বোঝা যায়নি। এ দিন স্থানীয়েরা কুয়োয় দেহটি ভাসতে দেখেন। |