টুকরো খবর
অগ্নি-৫ পরীক্ষা পিছিয়ে গেল
পিছিয়ে গেল ভারতের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তত্ত্বাবধানে ওড়িশার হুইলার দ্বীপ থেকে আজ উৎক্ষেপণ হওয়ার কথা ছিল অগ্নি-৫-এর। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র পরে জানান, পরীক্ষার সময় ওই অঞ্চলে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। বাজ পড়ছিল। তাই নিরাপত্তার কারণেই আগামিকাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হল পরীক্ষামূলক উৎক্ষেপণ। ভূমি থেকে ভূমি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ৫০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। অগ্নি-৫ প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের বক্তব্য, এই ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে পড়ছে গোটা চিন ও ইউরোপের বেশ কিছুটা অংশ। ফলে চিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অগ্নি-৫ গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে বলে মত তাঁদের।

ব্লেডম্যানের আতঙ্ক পটনায়
পটনায় দু’দিন ধরে ‘ব্লেডম্যান’-এর আতঙ্ক ছড়িয়েছে। ব্লেড মারার ঘটনা যে ঘটছে তা পুলিশও অস্বীকার করেনি। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত হচ্ছে স্কুলপড়ুয়ারাই। শহরের দু’টি থানা এলাকায় গত দু’দিনে ব্লেডের আঘাত পেয়েছে ৬টি মেয়ে। এদের সকলেরই বয়স ১০ থেকে ১২। এ ছাড়া ৮ বছরের একটি ছেলের শরীরেও ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। পটনার ডিএসপি সুশীল কুমার বলেন, “আক্রমণকারী একটি নির্দিষ্ট এলাকায় এই কাজ করে বেড়াচ্ছে। কেউ তাকে দেখতেও পাচ্ছে না। মনে হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই এমন কাণ্ড ঘটাচ্ছে অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি। তার ছবি আঁকানোর চেষ্টা করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, আজ সকালে ১২ বছরের একটি মেয়ের শরীরের পিছনে ব্লেড চালিয়ে উধাও হয়ে যায় অজ্ঞাতপরিচয় আক্রমণকারী। ফের দুপুর আড়াইটে নাগাদ স্কুল থেকে ফেরার পথে সানি নামে এক ৮ বছরের বালক আক্রান্ত হয়। তার মুখ ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। দু’দিন ধরে পটনার খাজেকালা, মেহেন্দিগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় এ ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে।

গুনিনের গলা কাটা দেহ উদ্ধার
গলা কাটা অবস্থায় পাওয়া গেল গুণিনের দেহ। ঝাড়খণ্ডে গুমলা জেলায় চেনপুর থানা এলাকায়। কাল কুণ্ডারি নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম সোহরাই ওঁরাও (৬০)। থাকতেন কুকরুমজা গ্রামে। গুণিন হিসাবেই পরিচিত ছিলেন তিনি। গত শনিবার ডুমারি থানা এলাকার বস্তি থেকে দুই যুবক একটি মোটরবাইকে চেপে সোহরাইয়ের বাড়িতে আসে। এক অসুস্থ মহিলাকে দেখার নাম করে তাঁকে বাইকে চাপিয়ে নিয়ে যায় তারা। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ।

জওয়ান আত্মঘাতী
লাতেহারে আজ আত্মঘাতী হয়েছেন এক সিআরপি জওয়ান। আজ বেলা ১১টা নাগাদ বারওয়াডি থানা এলাকার সিআরপি শিবিরে নিজের রাইফেল থেকে গুলি চালিয়েই আত্মহত্যা করেন তিনি। সিআরপিএফ কম্যান্ডান্ট ডি এন লাল জানান, মৃতের নাম রামনারায়ণ রাম (৪০)। খবর পাঠানো হয়েছে তাঁর বাড়িতে।

তল্লাশি দুই প্রাক্তন সেনাকর্তার বাড়িতে
টাট্রা ট্রাক দুর্নীতি মামলায় দুই প্রাক্তন সেনাকর্তার বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। সিবিআই সূত্রে খবর, সেনাবাহিনীর জন্য ব্রিটেন থেকে টাট্রা ট্রাকের যন্ত্রাংশ পাঠানোর বরাত পাওয়া ভেকট্রা গ্রুপের এক কর্তার বাড়িতেও বুধবার হান দেন গোয়েন্দারা। তল্লাশিতে কী মিলেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু না জানানো হলেও, গোয়েন্দারা জানিয়েছেন ট্রাক সরবরাহে দুর্নীতির বেশ কিছু নথি পেয়েছেন তাঁরা। এর আগে ভেকট্রা গ্রুপের চেয়ারম্যান রবীন্দ্র ঋষি ও ভারত আর্থ মুভার্স লিমিটেড-এর চেয়ারম্যান ভিআরএস নটরাজন এবং ডিরেক্টর ভি মোহনের দফতরেও হানা দিয়েছিল সিবিআই। বিইএমএল-এর মাধ্যমে টাট্রা ট্রাক সেনাবাহিনীকে সরবরাহ করে ভেকট্রা। ওই তিন কর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজধানীতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার পি সি দাস ও নয়ডায় অবসরপ্রাপ্ত কর্নেল অনিল দত্তের বাড়িতে হানা দেন গোয়েন্দারা।

তিন কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে খুন
পরপর তিনটি কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি পঞ্জাবের একটি গ্রামের। পুলিশ সূত্রে খবর, স্ত্রী পরমজিৎ কৌরকে (৩৫) খুন করে পালিয়েছে নিশান সিংহ নামে ওই ব্যক্তি। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে স্ত্রী বাড়িতে না থাকায় তিন মেয়েকে দেখাশোনা করতে গিয়ে ক্ষুব্ধ হয়ে তাদের বেধড়ক পেটালেন এক ব্যক্তি। মারের চোটে মৃত্যু হয়েছে সব থেকে ছোট তিন বছরের মেয়েটির। ঘটনাটি হরিয়ানার ঝাঝর জেলার।

সহপাঠিনীর গায়ে আগুন লাগাল ছাত্র
অশ্লীল প্রস্তাবে সায় না দেওয়ায় একটি মেয়ের গায়ে আগুন দিয়ে দিল তারই সহপাঠী। দু’জনেই তারা দশম শ্রেণির ছাত্র-ছাত্রী। ঘটনাটি হরিয়ানার কুরুক্ষেত্র জেলার মুরতাজাপুর গ্রামের। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার মেয়েটির বাড়িতে এসে ওই সহপাঠী শ্লীলতাহানি করার চেষ্টা করে। মেয়েটি বাড়িতে একা ছিল। মেয়েটি চিৎকার করলে ছেলেটি তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর জখম হয়ে মেয়েটি হাসপাতালে ভর্তি।

বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু মা ও মেয়ের
বিদ্যুৎবাহী তার ছিঁড়ে মা ও মেয়ের মৃত্যু হল। আজ সকালে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার মনঝা থানার বিশ্বেশরপুর গ্রামে। রিঙ্কু দেবী (৩০) নামে এক মহিলা এ দিন সকালে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তাঁর চার বছরের মেয়ে নিয়ে। হঠাৎই উপর থেকে ১১০০ ভোল্টের তার ছিড়ে তাঁদের উপরে এসে পড়ে। বিদ্যুৎস্পর্শে সঙ্গেসঙ্গেই মৃত্যু ঘটে মা ও মেয়ের। এ ঘটনায় এলাকার প্রবল উত্তেজনা ছড়ায়। ক্ষতিপূরণ দাবি করে বিক্ষোভ দেখানো হয়।

গাঁধীর স্মৃতিচিহ্ন নিলামের প্রতিবাদ
গাঁধীর স্মৃতিচিহ্ন নিলামের প্রতিবাদে পদ্মশ্রী ফিরিয়ে দিতে চেয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে আজ চিঠি দিলেন বিশিষ্ট গাঁধীবাদী লেখক গিরিরাজ কিশোর। গত কাল লন্ডনে নিলাম হয়েছে গাঁধীর বিভিন্ন স্মৃতিচিহ্ন। জিনিসগুলির মধ্যে ছিল গুলিবিদ্ধ গাঁধীর রক্তমাখা ঘাস-মাটিও।

৪ গারো জঙ্গি ধৃত
পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে আজ অসমের গোয়ালপাড়া জেলার বরমোহরা গ্রামে ধরা পড়ল গারো ন্যাশনাল লিবারেশন আর্মির চার জঙ্গি। তাদের কাছ তেকে আটক করা হয় দু’টি ৭.৬২ এমএম পিস্তল ও তাজা কার্তুজ। পুলিশ জানায়, ধৃত জঙ্গিরা অসম- মেঘালয় সীমানায় আক্রমণ হানার পরিকল্পনা করেছিল। পুলিশের হাতে ধরা পড়ায় তাদের সেই মতলব ভেস্তে গেল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.