টুকরো খবর
সুদ কমানোর পথেই হাঁটছে বিভিন্ন ব্যাঙ্ক
মঙ্গলবারই ঋণনীতি পর্যালোচনায় রেপো রেট কমিয়ে সুদ কমানোর পথ প্রশস্ত করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই অনুযায়ী প্রত্যাশিত ভাবেই এ বার সুদ কমানোর কথা ঘোষণা করতে শুরু করল বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। যেমন, বুধবারই ঋণ ও আমানতে সুদ কমানোর কথা জানিয়ে দিল আইডিবিআই ব্যাঙ্ক। আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের কর্তারাও জানিয়েছেন, চলতি সপ্তাহেই তাঁদের অ্যাসেট-লায়াবিলিটি কমিটির (অ্যালকো) বৈঠক হবে। সেখানেই সুদ কতটা কমানো যাবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে। সাধারণত নিজেদের সম্পদ ও দায়ের বোঝার হিসাব কষেই যা নির্ধারণ করে থাকে ব্যাঙ্কগুলি।আইডিবিআই তাদের বেস রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১০.৫% করছে। প্রাইম লেন্ডিং রেট-ও কমে হচ্ছে ১৫%। ফলে প্রায় সব ঋণেই সুদের হার কমবে। পাশাপাশি, আইডিবিআই ব্যাঙ্ক অধিকাংশ মেয়াদি আমানতে সুদও কমিয়েছে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত। তবে ৬ মাসের কম মেয়াদের আমানতে সুদের হার অপরিবর্তিতই রেখেছে তারা। ব্যাঙ্কিং মহলের ধারণা, সুদ কমানোর বিষয়ে স্টেট ব্যাঙ্কের সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রয়েছে অন্য অনেক ব্যাঙ্ক। যেমন ইউনাইটেড ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের দুই সিএমডি ভাস্কর সেন এবং দেবব্রত সরকার বলেন, “দু’তিন দিনেই অ্যালকোর বৈঠক হবে। তার পরই সুদ ঘোষণা করব।” দেবব্রতবাবু বলেন, “অন্য ব্যাঙ্ক কী করে, তার উপর নজর রাখছি।” আর ভাস্করবাবু বলেন, “তহবিল সংগ্রহের খরচ কী দাঁড়ায় সেটা আগে ভাল করে খতিয়ে দেখতে চাই।”

প্রস্টেট ক্যান্সার ওয়ারেন বাফের
প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে কোটিপতি মার্কিন লগ্নিকারী ওয়ারেন বাফে-র। তবে নিজের সংস্থা বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ারহোল্ডারদের তিনি চিঠি দিয়ে আশ্বস্ত করেছেন যে, রোগটি প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ায় জীবন সংশয় নেই। তবে ৮১ বছর বয়স্ক বাফে এমন ভরসা দিলেও এই ঘোষণার পর তাঁর উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া আরও জোরদার হবে বলে অনেকের ধারণা। চিকিৎসা হিসেবে জুলাই থেকে দু’মাস রোজ রেডিয়েশন চলবে তাঁর।

নয়া ঠান্ডা পানীয়
গ্রীষ্মে ঠান্ডা পানীয় ঝন্ডু গ্লুকো চার্জ আনল ইমামি গোষ্ঠী। এতে ভিটামিন সি রয়েছে বলে দাবি। সাধারণ, কমলালেবু এবং আনারস স্বাদে এটি মিলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.