|
|
|
|
তৃণমূল প্রধানের বিরুদ্ধে নালিশ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
তিনি পঞ্চায়েতের প্রধান। আবার প্রাইমারি স্কুলে শিক্ষকতাও করেন। ময়ূরেশ্বর ১ ব্লকের তাঁলোয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান গৌতম মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাঁকে যে কোনও একটি পদে কাজ করার দাবি জানালেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের তরফে বুধবার রামপুরহাটের মহকুমাশাসকের কাছে এ ব্যাপারে স্মারকলিপিও দেওয়া হয়। রামপুরহাটের ভারপ্রাপ্ত মহকুমাশাসক মহম্মদ ইব্রাহিম বলেন, “তাঁলোয়া পঞ্চায়েতের প্রধান কয়েক মাস আগে প্রাথমিক স্কুলে শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন। ময়ূরেশ্বর ১-এর বিডিও’কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওই প্রধানকে ডেকে তিনি কী করতে চান, তা জানতে চাওয়া হবে।”
তাঁলোয়া পঞ্চায়েতের প্রধান গৌতম মণ্ডল স্থানীয় আড়াল প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার খবর পাওয়ার পরেই সিপিএম এ নিয়ে আন্দোলনে নেমেছে। প্রশাসনের এক আধিকারিক জানান, এক জন প্রধান কোনও লাভজনক কাজে জড়িত থাকতে পারেন না। ওই প্রধান শিক্ষকতার কাজেও যুক্ত থেকে নীতি বর্হিভূত কাজ করছেন। সিপিএমের ময়ূরেশ্বরের বিধায়ক অশোক রায়, ময়ূরেশ্বর জোনাল কমিটির সম্পাদক অরূপ বাগ ও তাঁলোয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের হজ মহম্মদের অভিযোগ, “গৌতমবাবু গত ২৮ ফেব্রুয়ারি ওই প্রাথমিক স্কুলে যোগ দিয়েছেন। আবার ১৪ মার্চ দুপুরে পঞ্চায়েতের সভাও ডেকেছিলেন। তাঁকে যে কোনও একটি পদে কাজ করতে হবে।” ময়ূরেশ্বর ১-এর বিডিও মনমোহন ভট্টাচার্য বলেন, “২৮ মার্চ ওই প্রধানকে চিঠি দিয়ে তিনি কোন পদে থাকতে চান তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু জবাব দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” প্রধান অবশ্য বলেছেন, “সবে শিক্ষকতার চাকরি পেয়েছি। পঞ্চায়েতের অনেক উন্নয়নমূলক কাজেও যুক্ত। তাই দলের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেব।” |
|
|
|
|
|